জাজ মাল্টিমিডিয়াকে কারণ দশাের্নার নিদের্শ সেন্সর বোডের্র

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মুক্তির আগেই দহন ছবির বিতকির্ত ‘হাজির বিরিয়ানি’ গানটির কথা ‘অশ্লীল ও আপত্তিকর’ বলে জানাল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোডর্। ‘গানটি সেন্সরবিহীন এবং গানের কথা অশ্লীল ও আপত্তিকর’ মন্তব্য করে চলচ্চিত্র সেন্সর বোডর্ কতৃর্পক্ষ জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী বরাবর একটি চিঠি দিয়েছে গত সোমবার। সেন্সর বোডের্র সচিব মোহাম্মদ আলী সরকার স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোডের্র সেন্সর সনদপত্র প্রাপ্তির পূবের্ই নিমার্ণাধীন ‘দহন’ নামক চলচ্চিত্রের ‘হাজির বিরিয়ানি, মালে ঢাল পানি’... শীষর্ক গানটি ইউটিউবে প্রদশর্ন করা হচ্ছে। গানটি সেন্সরবিহীন এবং গানের কথা অশ্লীল ও আপত্তিকর। চিঠিতে আরও বলা হয়, ‘সেন্সরবিহীন গান প্রদশর্ন ১৯৬৩ সালের চলচ্চিত্র সেন্সরশিপ আইনের (সংশোধিত ২০০৬) ৬ (এ) ধারার পরিপন্থি এবং একই আইনের ৮(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।’ সেন্সরবিহীন গান প্রদশের্নর দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তিন দিনের মধ্যে তার ব্যাখ্যা দিতে জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজকে নিদের্শ দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোডর্। খেঁাজ নিয়ে জানা গেছে, ১ নভেম্বর সংগীতাঙ্গনের প্রতিনিধি হিসেবে সাতজনের একটি দল তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করে ‘হাজির বিরিয়ানি’ গানটির ব্যাপারে অভিযোগ দেন। অভিযোগপত্রটির সঙ্গে সংগীতাঙ্গনের ৭১ জন গায়ক-গায়িকা, সুরকার, সংগীত পরিচালক ও গীতিকারের স্বাক্ষরযুক্ত করে দেয়া হয়েছে। পাশাপাশি গানটিকে ছবি থেকে বাদ দেয়ারও আবেদন করেছেন তারা। এ বিষয়ে চলচ্চিত্র সেন্সর বোডর্ সচিব মোহাম্মদ আলী সরকার একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের কাছে সংগীতাঙ্গনের বিশিষ্টজনরা গানটির ব্যাপারে আপত্তির কথা জানিয়েছেন। সংগীতাঙ্গনের এসব গুণী মানুষের আবেদন আমরা আমলে নিয়েছি। ‘গানটিতে যে ধরনের কথা আছে, তা সত্যিই আপত্তিকর ও অশ্লীল। ছবিটি চলচ্চিত্র সেন্সর বোডের্ এখনো জমা হয়নি। জমার পরই সেন্সর বোডর্ সদস্যরা এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’ ‘হাজির বিরিয়ানি’ গানটির কথা লিখেছেন ভারতের কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনা করেছেন ও গেয়েছেন কলকাতার আকাশ সেন। ‘দহন’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গত ১৩ অক্টোবর ‘হাজির বিরিয়ানি’ গানটি প্রকাশ করা হয়।