মুক্তিযুদ্ধের নাটকে মেহজাবিন

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মেহজাবিন চৌধুরী
মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটকে অভিনয় করছেন লাক্স তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকটির নাম ‘বাবা আসবেন’। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবীব শাকিল। এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘বাবা আসবেন’ নাটকটির গল্প দশর্ককে ফিরিয়ে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের সেই সময়ে। এতে অভিনয় করে আমার এতটুকু উপলব্ধি হয়েছে, আমাদের দেশের মেয়েরা নিজের পরিবার থেকেও কীভাবে কষ্ট পেয়েছেন। সময়ের নানা বাস্তবতাকে তুলে ধরা হয়েছে নাটকটিতে। ধন্যবাদ নিমার্তা হাবীব শাকিলকে, যতœ নিয়ে এমন গল্পের নাটকটি নিমার্ণ করার জন্য। এতে একটি গুরুত্বপূণর্ চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। ধন্যবাদ অরুণা দিদিকে, তিনি সব সময়ই আমাকে সহযোগিতা করেন। মেহজাবিন সম্পকের্ অরুণা বিশ্বাস বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের অনেক গল্প আমাদের অজানা আছে। এখনো সেসব অজানা গল্প বা কাহিনী নিয়ে নাটক-সিনেমা নিমির্ত হয়নি। ঠিক তেমনই একটি অজানা গল্পের নাটক ‘বাবা আসবেন’। আমি বিশ্বাস করি নাট্যকালের গল্প বলার ধরনটা দশের্কর ভালো লাগবে। আমার সঙ্গে সহশিল্পী হিসেবে মেহজাবিন চৌধুরী অভিনয় করেছে। মেহজাবিন নিঃসন্দেহে এখন অনেক ভালো অভিনয় করছে। সেটে একদম চুপচাপ থেকে কাজের প্রতি মনোযোগ থাকে তার। কোনকিছু নিয়েই তার কোনোরকম বাড়তি চাহিদা নেই। আগামী বিজয় দিবসে এনটিভিতে প্রচার হবে নাটকটি। এমনটাই জানিয়েছেন নিমার্তা হাবিব সাকিল।