সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্যারিয়ারের পঞ্চাশ বছরে মাইকেল ডগলাস বিনোদন ডেস্ক ক্যারিয়ারের সুবণর্ জয়ন্তী স্পশর্ করলেন হলিউডের খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস। ঐতিহাসিক এ সময়কে আরও তাৎপযর্পূণর্ করতে ক্যালিফোনির্য়ার লস অ্যাঞ্জেলেসের ‘হলিউড ওয়াক অব ফেম’-এ ডগলাসের সম্মানে একটি তারকা চিহ্ন স্থাপন করা হয়েছে। সম্প্রতি ডগলাস তার ১০১ বছর বয়সী বাবা কাকর্ ডগলাসকে সঙ্গে নিয়ে এ তারকা চিহ্নের ফলক উন্মোচন করেন। ৭৪ বছর বয়সী ডগলাস অধিক পরিচিত ‘ওয়াল স্ট্রিট’ ছবিতে গডর্ন গেকোর চরিত্রে অভিনয়ের জন্য। এ চরিত্রে অভিনয় নৈপুণ্যতার সুবাদে অস্কার জিতেন তিনি। হলিউড ওয়াক অব ফেমে আয়োজিত এ অনুষ্ঠানে ডগলাসের বাবা (সবার কাছে যিনি পরিচিত ১৯৬০ সালে নিমির্ত ‘স্পাটার্কাস’ ছবিতে অভিনয়ের জন্য), স্ত্রী অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস ও দীঘির্দনের সহকমীর্ অভিনেত্রী জেন ফন্ডা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জীবনের অন্যতম স্মরণীয় এ মুহূতের্ বাবাকে কাছে দেখতে পেরে ভীষণ আপ্লুত হয়ে পড়েন ডগলাস। কান্নাজড়িত কণ্ঠে বাবা কাকের্র উদ্দেশে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক কিছু, বাবা আপনি আজ এখানে উপস্থিত। ধন্যবাদ, আপনার উপদেশ ও অনুপ্রেরণার জন্য। আমি হৃদয় দিয়ে সহজভাবে আপনাকে বলতে চাই, আমি আপনার সন্তান হিসেবে দারুণ গবির্ত।’ কোথায় হবে ‘দীপবি’র বিয়ে? বিনোদন ডেস্ক দেখতে দেখতে ঘনিয়ে আসছে সময়। বিয়ের বাকি সাতদিন। এরই মধ্যে গায়ে হলুদ পবর্ও হয়ে গেল বেশ ভালোভাবেই। কিন্তু বিয়ে কোথায় হবে, তা নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়–কোনের পরিবার। ঘোষণা দেয়া হয়েছিল ইতালিতে হবে তাদের বিয়ে। কিন্তু বিয়ের জায়গা নিয়ে হঠাৎ তৈরি হয়েছে অনিশ্চয়তা! ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ইতালির লেক কোমোতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছিলেন এই জুটি। কিন্তু ইতালির বেশ কিছু এলাকা এই মুহূতের্ ভয়ংকর প্রাকৃতিক দুযোের্গর সম্মুখীন। বন্যায় ভেসে গেছে বহু এলাকা। এই পরিস্থিতিতে সে দেশে রণবীর-দীপিকার বিয়ে হবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ইতালিতে প্রবল বন্যা এবং ঝড়ে বিপযর্স্ত জনজীবন। ভেনিসের দশর্নীয় স্থানের প্রায় ৭৫ শতাংশ জলের তলায়। আগামী রোববার পযর্ন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া দপ্তর। তারপর বৃষ্টি কমলেও মেঘে ভরা থাকবে আকাশ। ১৫ তারিখের পর আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে সে দেশের হাওয়া অফিস। ফলে ইতালির বড় অংশের স্বাভাবিক ছন্দে ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে ইতালিতে সবচেয়ে বেশি ভ্রমণাথীর্র ভিড় হয়। এ বছর প্রাকৃতিক দুযোের্গর কারণে মার খাচ্ছে সেই ব্যবসাও। এই পরিস্থিতিতে আত্মীয়-বন্ধুদের নিয়ে গিয়ে ইতালিতে কতটা সুষ্ঠুভাবে বিয়ের অনুষ্ঠান করতে পারবেন দীপিকা-রণবীর? তবে এখনও তাদের পক্ষ থেকে বিয়ের জায়গা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। ফলে আদৌ কোথায় তাদের বিয়ের অনুষ্ঠান হবে, তা নিয়ে সংশয় উঠছে ভক্তমহলে।