আজ থেকে 'গুলশান এভিনিউ সিজন-টু'

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

ম বিনোদন রিপোর্ট
'গুলশান এভিনিউ-সিজন টু'র পাঁচ অভিনয়শিল্পী
শেষ পর্যন্ত অপেক্ষার পালা শেষ হলো। আজ থেকে স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে দর্শকের বহুল প্রতীক্ষিত ডেইলিসোপ 'গুলশান এভিনিউ-সিজন টু'। অভিনেতা, নির্দেশক তারিক আনাম খানের নির্বাহী প্রযোজনায় তারকাবহুল এ ডেইলিসোপটির গল্প লেখার পাশাপাশি পরিচালনা করেছেন নিমা রহমান। আর সংলাপ রচনা করেছেন পিয়ালী চৌধুরী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শিবা সানু, শাহীন, মাহা, মিম চৌধুরী, তৃষ্ণাসহ আরও অনেকে। আজ থেকে ডেইলিসোপটি সপ্তাহের প্রতি বুধ থেকে রোববার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে। এতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, 'গুলশান এভিনিউ সিজন টু'তে আমি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছি। আমরা বেশ কয়েক মাস ধরেই এই ধারাবাহিকের শুটিং করে আসছি। শ্রদ্ধেয় তারিক আনাম ভাই, নিমা আপা প্রত্যেক শিল্পীর প্রতি ভীষণ যত্নবান থেকেই করোনার মধ্যে আমরা শুটিং করেছি। আমাদেরকে অনেকটা চ্যালেঞ্জের মধ্যেই কাজ করতে হয়েছে। যা কিছু করেছি আমরা দর্শকের জন্য করেছি। দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী নাটকটি নিয়ে।' দীপা খন্দকার বলেন, 'আমি গুলশান এভিনিউ'র শুরু থেকেই আছি। এর আগে আমি মনিষা চরিত্রে অভিনয় করেছি। সিজন টু'তে আমি নাদিয়া চরিত্রে অভিনয় করছি। দর্শক পারিবারিক গল্পের নাটক দেখতে চান। নিমা আপা সেই চেষ্টাটাই করেছেন। আমি খুব আশাবাদী।' 'গুলশান এভিনিউ সিজন টু'তে আফরিন চরিত্রে অভিনয় করছেন এই প্রজন্মের নতুনদের মধ্যে আলোচিত অভিনেত্রী মাহা। মাহা বলেন, 'গুলশান এভিনিউ যখন প্রচার হতো তখন আমার স্বপ্ন ছিল, ইস যদি কখনো এ নাটকে কাজ করার সুযোগ পেতাম। আমার সেই স্বপ্নই সত্যি হবে, আমি গুলশান এভিনিউ সিজন টু-তে কেন্দ্রীয় একটি চরিত্রে কাজ করার সুযোগ পাব- ভাবতেও পারিনি। শ্রদ্ধেয় নিমা আপার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। সেই সঙ্গে সুইটি আপা, চুমকি আপা এবং দীপা আপার প্রতি কৃতজ্ঞ, তারা অনেক বড় শিল্পী- ভীষণ আন্তরিক। আমি এই নাটকে অভিনয় করে অভিনয়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি।' তৃষ্ণা বলেন, 'এই নাটকে কাজ করে আমি অনেক কিছু শিখতে পারছি। আমরা সবাই একটি পরিবারের মতোই হয়ে গেছি। অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে আমার।'