ছোটপদার্র অনুষ্ঠানমালা

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আরটিভিতে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটকটি চম্পাকলি টকিজ। হিমু আকরামের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, প্রিয়া আমান, হাসান মাসুদ প্রমুখ। এটিএন বাংলায় আজ রাত ৮টা ৩০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। রচনা রুদ্র মাহফুজ, পরিচালনা সাখাওয়াৎ হেসেন মানিক। অভিনয়ে আবুল হায়াত, ডলি জহুর, ড. এনামুল হক, শম্পা রেজা, অপূবর্, উমির্লা, সাজু খাদেম, নাঈম, তানিয়া হোসাইন, লুঃফর রহমান জজর্, আহসান হাবিব নাসিম, বঁাধন, ডা. এজাজ প্রমুখ স্টার জলসায় আজ রাত ৮.৩০ টায় প্রচার হবে মেগা সিরিয়াল ফাগুন বউ। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে সোম থেকে রোববার নিয়মিত প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’। সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, লুৎফর রহমান জজর্, আ খ ম হাসান, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ প্রমুখ জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল ‘সীমারেখা’। শাশ্বতী ঘোষের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে সুমন ও অমিত দাস। দুই মেরুর দুই বোনের জীবনকাহিনী নিয়ে নিমির্ত হয়েছে এই ধারাবাহিক নাটকটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার এটিএন বাংলায় প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত কোরিয়ার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘জান্নাত’। ‘টিয়াসর্ অব হ্যাভেন’র কাহিনী অবলম্বনে সিরিয়ালটি পরিচালনা করেছেন তুকির্ নিমার্তা সাদুল্লাহ জেলেন।