সাক্ষাৎকার

কথা উন্নত না হলে কণ্ঠে তোলা যায় না

কণ্ঠশিল্পী লোপা হোসাইন। গানের পাশাপাশি সংবাদ উপস্থাপক হিসেবেও তার পরিচিতি রয়েছে। লেখালেখিও করেন মাঝেমধ্যে। গান, উপস্থাপনা ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
লোপা হোসাইন
গানে গানে সময়... বতর্মানে গানে গানেই সময় পার করছি। বেশ ব্যস্ত আছি গান নিয়ে। স্টেজ শোর পাশাপাশি বিভিন্ন রেডিও-টেলিভিশন প্রোগ্রামে গান করছি। অনেক সময় হঠাৎ করেই প্রোগ্রামের প্রস্তাব চলে আসে। অনুষ্ঠানের দু-তিন দিন আগে জানানো হয়। এই মুহ‚তের্ দুটি টিভি প্রোগ্রাম হাতে রয়েছে। একটি বৈশাখী টিভি অন্যটি বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান। এসবের পাশাপাশি গান নিয়ে নিজের কিছু পরিকল্পনাও রয়েছে। সেসব নিয়ে কাজ করছি। সময় হলেই তা প্রকাশ করব। ইউটিউব-মিউজিক ভিডিও... সময় বদলে গেছে। অ্যালবামের মাধ্যমে গান প্রকাশের সময় এখন নেই। সময় এখন ইউটিউব-মিউজিক ভিডিওয়ের। আমার তৃতীয় অ্যালবাম ‘আত্মাসঙ্গী’র দু-তিনটি গানের মিউজিক ভিডিও নিয়ে সম্প্রতি কাজ শুরু করব। আমি বরাবরই সংখ্যা বাড়ানোতে বিশ্বাসী নই। সংখ্যার চেয়ে মানের গুরুত্ব আমার কাছে বেশি। তাই বছরে অনেক গান প্রকাশ না করে মানের অল্প কিছু গান নিয়ে ভাবতে চাই। প্লেব্যাক... প্লেব্যাকে আমি কখনই সরব ছিলাম না। চলচ্চিত্রে খুব বেশি গান করা হয়নি। সবর্প্রথম প্লেব্যাক করেছিলাম ২০১৫ সালে ‘নয় ছয়’ চলচ্চিত্রে। এতে নিজের কথা ও সুরে ‘আশার ভেলা’ শিরোনামের গানটি করেছিলাম। আর সবের্শষ ২০১৬ সালে ইমরানের সঙ্গে রফিক শিকদারের ‘ভোলাতো যায় না তারে’ চলচ্চিত্রে গান করেছিলাম। গানের কথা ভালো না লাগায় একটা সময় সিনেমার গানের অনেক প্রস্তাব পেলেও তা করিনি। গানের কথা উন্নত না হলে তা কণ্ঠে তোলা যায় না। তাই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। এজন্য হয়তো সিনেমার সংগীত পরিচালকরা এখন আমায় ডাকেন না। তবে আগের চেয়ে এখন চলচ্চিত্রের গানের মান ভালো। গানের চলমান পরিবেশ... এখন অনেক গানই ভালো হচ্ছে। আবার মন্দের সংখ্যাটাও একেবারে কম নয়। সংগীত পরিচালক ও প্রযোজকদের একটা বিষয়ে একটু মনযোগী হওয়া দরকার বলে মনে করি। তাহলো কোন কথার গান, কি সুরে, কার কণ্ঠে শোভা পায় সেটা চিন্তা করা হয় না। তা না করে পছন্দের শিল্পী দিয়ে গান করা হয়। ফলে অনেক ভালো কথার গানের মাধুযর্ নষ্ট হয়। এ বিষয়টি গুরুত্ব দিলে এ সময়ের গানও কালজয়ী হতে পারে। উপস্থাপনা... একযুগ হলো পড়ালেখার পাশাপাশি গান ও উপস্থাপনা করছি। এটিএন বাংলায় নিয়মিত সংবাদ উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামও উপস্থাপনা করেছি। কিন্তু মাঝখানে মাস্টাসর্ পরীক্ষার জন্য আমাকে এসব ছাড়তে হয়েছে। তাই এখন আপাতত কোনো উপস্থাপনা করছি না। তবে আবার কোথাও নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। লেখালেখি... লেখালেখি চলছে। ২০১৫ সালে কাব্যগ্রন্থ ‘যে অন্ধত্বের নাম ভালোবাসা’ ও ২০১৬ সালে প্রকাশ পায় উপন্যাস ‘তোমার অপেক্ষায়’। পড়ালেখার ব্যস্ততার কারণে গত বইমেলায় কোনো বই প্রকাশ হয়নি। তবে, আগামী বইমেলায় একটি কবিতার বই প্রকাশ করব। এজন্য প্রস্তুতি চলছে।