শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রক্তদানে শাবনাজের আহ্বান

ম বিনোদন রিপোর্ট
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

ছোট্টবেলা থেকেই রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত 'চাঁদনী' খ্যাত চিত্রনায়িকা শাবনাজ। মানুষের সেবায় এগিয়ে আসার জন্য তিনি জীবনে প্রথম 'বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি'র 'রেড ক্রিসেন্ট বস্নাড সেন্টার'-এ প্রথম রক্ত দেন ১৯৯৬ সালের ১ ডিসেম্বর। এরপর থেকে আজ অবধি বহুবার বহু মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন রক্ত দিয়ে। শাবনাজের রক্তের গ্রম্নপ এবি পজিটিভ। সম্প্রতি ফের এই অভিনেত্রী সবাইকে রক্তদানে আহ্বান জানিয়েছেন। শাবনাজ বলেন, 'ছোটবেলা থেকেই আমি রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত। কারো রক্ত লাগলেই (যদি রক্ত দেওয়ার নির্ধারিত সময় হতো) আমি রক্ত দিতে ছুটে যেতাম। আমার আব্বু আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন। আব্বুর কারণেই সাহসী হয়ে উঠেছিলাম রক্ত দিতে। আব্বু সব সময় বলতেন বিপদে মানুষের পাশে দাঁড়াতে। যে কারণে সেই ১৯৯৬ সাল থেকে আমি এখনো কারো যদি রক্তের প্রয়োজন হয়, আমি সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়াই। আমার শরীরের এক ব্যাগ রক্তের জন্য যদি একজন মানুষের সারাজীবনের জন্য উপকার হয়, তাহলে সেটা আমার সৌভাগ্য বলব। আর, বিপদে মানুষের পাশে মানুষইতো দাঁড়াবে। সবই আলস্নাহর ইচ্ছে। মানুষতো উসিলা। তাই আমি সবাইকে আগেও বলেছি, এখনো বলছি- 'সবাই রক্তদানে এগিয়ে আসবেন। রক্তদান করলে শরীর আরও সুস্থ থাকে, ভালো থাকে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে