শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে নজরুলসংগীত গাইলেন প্রিয়াংকা গোপ

ম বিনোদন রিপোর্ট
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রোতানন্দিত সঙ্গংগীতশিল্পী প্রিয়াংকা গোপ। সরকারি অনুদানে নির্মিত আব্দুস সামাদ খোকন পরিচালিত 'শ্রাবণ জোছনায়' চলচ্চিত্রে দু'টি নজরুলসংগীত গাইলেন। এবারই প্রথম প্রিয়াংকা গোপ সিনেমায় নজরুল সংগীত গাইলেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াংকা। 'শ্রাবণ জোছনায়' চলচ্চিত্রে তিনি 'আমার আপনার চেয়ে আপন যে জন' এবং 'সুরে ও বানী'র মালা দিয়ে তুমি আমারে ছোঁইয়াছিলে' এই দু'টি গান গেয়েছেন তিনি। এ নিয়ে প্রিয়াংকা গোপ বলেন, 'এর আগে শর্টফিল্মের জন্য নজরুলসংগীত গেয়েছিলাম। এবারই প্রথম চলচ্চিত্রের জন্য একসঙ্গে দু'টো নজরুল সংগীত গাইলাম। আমাদের দেশের চলচ্চিত্রে নজরুল সংগীত বা রবীন্দ্র সংগীতের উপস্থাপন খুবই কম। সেদিক বিবেচনায় শ্রাবণ জোছনায় নজরুলসংগীতও যেমন ব্যবহার করা হচ্ছে ঠিক তেমনি রবীন্দ্রসংগীতও ব্যবহার করা হচ্ছে। এটা অবশ্যই নজরুল-রবীন্দ্রপ্রেমীদের জন্য ভীষণ ভালোলাগার। এজন্য ধন্যবাদ তাদেরকে যারা এই উদ্যোগ নিয়েছেন।' সরকারি অনুদানে নির্মিত 'অনিল বাগচীর একদিন' সিনেমায় পান্থ প্রসাদের লেখা ও সানী জুবায়েরের সুর সংগীতে 'সেতো নীড় হারা বনপাখি' গানটি গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও প্রিয়াংকা গোপ সরকারি অনুদানে নির্মিত 'নেকাব্বরের মহাপ্রয়াণ' সিনেমাতেও গান গেয়েছিলেন। পাশাপাশি মানিক মানবিকের 'আজব ছেলে' সিনেমাতেও পেস্ন-ব্যাক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রিয়াংকা গোপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে