কাজ নেই প্রায় বেকার নিপুণ

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
নাসরিন আক্তার নিপুণ
চলচ্চিত্র থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছেন সিনিয়র অভিনয় শিল্পীরা। বেকারত্ব দূর করতে কেউ কেউ করছেন টিভি নাটকে, কেউ বা আবার নেমে পড়ছেন ব্যবসা-বাণিজ্যে। এমনই এক চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। এই তো কিছুদিন আগেও চলচ্চিত্রে যারপর নেই ব্যস্ত ছিলেন তিনি। চলচ্চিত্রকে ভালোবেসে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠা করতে সুদূর আমেরিকা থেকে দেশে আসেন। দীঘর্ এক যুগের অভিনয় ক্যারিয়ার তার। এ সময়ের মধ্যে ৬০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেরা সহঅভিনেত্রী হিসেবে দুইবার জিতেছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। হালের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে রিয়াজ, ফেরদৌস, মান্না, আমিন খান, রুবেল, বাপ্পারাজের মতো তারকা অভিনেতাদের সঙ্গে পদার্য় জুটি বেঁধেছেন তিনি। কিন্তু বতর্মানে শখের সেই চলচ্চিত্র ছেড়ে নিপুণ এখন ঠঁাই নিয়েছেন ছোটপদার্য়। গত ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাকে। বতর্মানে চারটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। তবে বতর্মানে অভিনয়ের চেয়ে ব্যবসাতেই বেশি মন দিচ্ছেন তিনি। যদিও নিপুণ বলেন, চলচ্চিত্রের অবস্থা খুবই নাজুক। তার চেয়ে বড় কথা এখানে কাজ করার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তিনি যখন প্রথম চলচ্চিত্রে আসেন, তখন চলচ্চিত্রে সুবাতাস বইছিল, কাজ করার সুন্দর একটা পরিবেশে ছিল। এখন সবকিছুতে একক আধ্যিপত্য বিস্তার করছে। এ অবস্থায় তাদের মতো শিক্ষিত ও ভদ্র ঘরের মেয়েরা কাজ করতে পারছে না। নিজের আত্মসম্মানের কথা চিন্তা করেই চলচ্চিত্রে আপাতত কাজ করছে না। বেকারত্ব দূর করতে ব্যবসায় নামছেন, কথাটি ঠিক নয়। তিনি এখনো কাজের প্রস্তাব পাচ্ছেন। কিন্তু তার মনের মতো চরিত্র আর গল্প পাচ্ছেন না বলেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন দিন দিন। নিপুণ অভিনীত সবের্শষ চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে তার নায়ক নবাগত মুন্না। ছবির প্রযোজকও তিনি।