শাকিবের ‘হ্যঁা’, অতঃপর ‘না’

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
শাকিব খান
আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে অংশগ্রহণ করছেন চিত্রতারকা শাকিব খানÑ গত শনিবার সকালে এমনই ঘোষণা দেন তিনি। গাজীপুরের একটি আসন থেকে নিবার্চন করার সিদ্ধান্তের পাশাপাশি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছেন বলে জানান তিনি। ঘোষণার পর থেকেই দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে চলচ্চিত্র পাড়ায়। পত্রপত্রিকাতেও নানান শিরোনামের খবর প্রকাশ পায়। কিন্তু দিন শেষে পাল্টে যায় পরিবেশ। সকালে রাজি থাকলেও রাতেই নিবার্চন থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন তিনি। শনিবার রাত ১০টা নাগাদ সাংবাদিকের কাছে নিবার্চনে অংশগ্রহণ করছেন না বলে জানিয়ে দেন শাকিব খান। কিন্তু কেন এই সিদ্ধান্ত বদল আওয়ামী লীগে অনাগ্রহ নাকি অন্য কোনো সমস্যা এসব প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, না, দলীয় কোনো ঝামেলা নেই। কেবলমাত্র চলচ্চিত্র এবং ভক্তদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত বদল করেছি। আমার ভক্তরা চাচ্ছেন না, অভিনয় থেকে এখনই আমি রাজনীতিতে নামি। তারা আমাকে কেবলমাত্র নায়ক হিসেবেই দেখতে চান। সবকিছু চিন্তাভাবনার পর ঘনিষ্ঠজনদের নিয়ে তিনি আলোচনায় বসে নিবার্চনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। শাকিব খান আরও বলেন, দলীয় হাইকমান্ড থেকেও চাইছেন আমি যেন নিবার্চনে অংশ নিয়ে সিনেমার পাশাপাশি দেশেরও সেবা করি। তাদের প্রস্তাবে আমিও প্রাথমিকভাবে রাজি হয়ে যাই। কিন্তু এ সংক্রান্ত খবর গণমাধ্যমে আসার পর আমার ভক্তরা কষ্ট পেয়েছে দেখলাম। তারা চাইছেন, আমি যেন সিনেমার সঙ্গেই থাকি। আমার কাছে দশর্ক-ভক্তরা আগে। তাদের ভালোবাসায় আমি শাকিব খান। সুতরাং তাদের অগ্রাহ্য করে কিছু করা আমার জন্য মঙ্গলজনক হবে না বলেই মনে হয়েছে। জাতীয় সংসদ নিবার্চনে অংশ না নিলেও আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নিবার্চনে তিনি সভাপতি পদে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন শাকিব খান।