বীরাঙ্গনাদের নিয়ে ফাহমিদা নবীর গান

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মহান বিজয় দিবস উপলক্ষে এবার বীরাঙ্গনাদের নিয়ে গান করলেন কণ্ঠশিল্পী ফাহিমদা নবী। ‘একমুঠো অন্য’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন মঞ্জুর-উল-আলম চৌধুরী, সুর করেছেন দ্বৈতভাবে শেখ সাদী খান ও মঞ্জুর-উল-আলম চৌধুরী। গানটির ভিডিও নিমার্ণ করেছেন তাহমিনা মুক্তা। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর এম প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ পাবে বলে জানান শিল্পী নিজেই। ফাহমিদা নবী জানান, এ ছাড়া আরও দুটি নতুন মিউজিক ভিডিওর কাজ চলছে। একটি ‘চোখের কানিের্শ’ আর অন্যটির শিরোনাম ‘মৌনতা একে যাবে’। ‘ চোখের কানিের্শ’ গানটি লিখেছেন ওয়ালিদ আহমেদ এবং সুর ও সংগীত করেছেন সজীব দাস। অচিরেই গানটি আনমোল প্রেজেন্টর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এরই মধ্যে গানটির ভিডিও নিমার্ণকাজ শুরু হয়েছে। অন্যদিকে ‘মৌনতা একে যাবে’ গানটির কথা লিখেছেন আশরার সাদেকা। সুর করেছেন পিলু খান। এর ভিডিওটি নিমার্ণ করেছেন পোড়ামন-২ খ্যাত নিমার্তা রায়হান রাফি। নতুন বছরের ১ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান ‘নকশা’ থেকে গানটি প্রকাশ পাবে। তিনি বলেন, ‘ প্রতিটি গানেই সুন্দর গল্প আছে। কথা, সুর ও সংগীত মিলিয়ে গানগুলো খুবই ভালো হয়েছে। এগুলো অবশ্য কান পেতে শোনার গান। আর কথানিভর্র কাব্যপ্রধান গানেই কণ্ঠ দিতে ভালোবাসি আমি।’