প্রথমবার স্বল্পদৈঘর্্য চলচ্চিত্র বানাচ্ছেন অমিতাভ রেজা

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
প্রথমবারের মতো একটি স্বল্পদৈঘর্্য চলচ্চিত্র নিমাের্ণ হাত দিলেন আয়নাবাজি’খ্যাত চলচ্চিত্র নিমার্তা অমিতাভ রেজা। চলচ্চিত্রটির নাম ‘নিঃশব্দতার শহর’। গতকাল রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে। অমিতাভ রেজা জানালেন, ভিডিও শেয়ারিং সাইট আইফ্লিক্সের জন্য এটি নিমার্ণ করছেন তিনি। যার প্রধান চরিত্রে আছেন ঋদ্ধি। শিশুশিল্পী হিসেবে যিনি যুক্ত আছেন পিদিম থিয়েটারের সঙ্গে। এর গল্প প্রসঙ্গে তিনি বললেন, ‘গল্পটা প্রায় সাত-আট বছর আগে আমার কাছে এসেছে। তখন থেকে এটি মাথায় নিয়ে ঘুরছি। মুছতে দিইনি। সাথে সাথে রেখেছি। গল্পটির সঙ্গে এভাবে একটা সম্পকর্ তৈরি হয়ে গেছে আমার। আজ সেই গল্পটাতে প্রাণ দিচ্ছি। নিজেকে হালকা লাগছে।’ ‘নিঃশব্দতার শহর’ প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ‘এক শিশু গৃহপরিচারিকার একান্ত স্বাধীন সত্তা খুঁজবার চেষ্টা করছি এই গল্পের মাধ্যমে। নিজেদের মতো করে এই গল্পটা বলে ফেলবার যে স্বাধীনতাটা আইফ্লিক্স আমাদের মতো নিমার্তাদের জন্য অবারিত করেছে, এটা নিঃসন্দেহে একটা সম্ভাবনাময় প্রয়াস। নিমার্তা হিসেবে সত্যি খুব উজ্জীবিত বোধ করছি।’ ছবিটির শুটিং শেষ হওয়ার কথা কাল সোমবার ১২ নভেম্বর নাগাদ। এরপর সম্পাদনা-সংগীতায়োজন শেষে শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে আইফ্লিক্সে।