মহসিন বুলবুল ফাউন্ডেশনের সংগীতসন্ধ্যা

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মহসিন বুলবুলের স্মৃতি রক্ষাথের্ তার কন্যা সংস্কৃতিকমীর্ ও সমাজসেবক ইসরাত জাহান আইভীর উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ‘মহসিন বুলবুল ফাউন্ডেশন’। গত শনিবার রাজধানীর রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সংগীতসন্ধ্যারও আয়োজন করা হয়। মহসিন বুলবুল ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পাটির্র কো-চেয়ারম্যান জি এম কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট দেওয়ান সুলতান আহমেদ, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি। অনুষ্ঠানে বক্তারা মহসিন বুলবুলকে নিয়ে স্মৃতিচারণ করেন। তারা এ সময় মহসিন বুলবুল ফাউন্ডেশন গঠনের জন্য ইসরাত জাহান আইভীকে ধন্যবাদ জানান। আলোচনা শেষে মহসিন বুলবুল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ও অসহায় ছাত্রছাত্রীদের মাঝে আথির্ক অনুদান প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া, তন্বী ও রূপম। আমন্ত্রিত অতিথি ও উপস্থিত দশর্করা অনুষ্ঠানটি উপভোগ করেন।