পালতোলা নৌকায় দীপিকা-রণবীরের বিয়ে

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
দেখতে দেখতে এলো সেই মাহেন্দ্রক্ষণ। দীঘর্ ছয় বছর প্রেমের পর অবশেষে আজ বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোতে বিয়ে করছেন এ বলিউড যুগল। আল্পস পবর্তমালার পাদদেশে অবস্থিত নৈসগির্ক সৌন্দযের্র আধার লেক কোমো। এখানেই প্রায়ই বেড়াতে আসেন বলিউডের তারকারা। তাদের ভেতর আছেন ব্রিটিশ সংগীতশিল্পী ডেভিড বোয়ি, মাকির্ন সংগীতশিল্পী ম্যাডোনা, স্যার এলটন জন ও অভিনেতা জজর্ ক্লুনিসহ আরও অনেকে। চলতি বছর ভারতের ধনকুবের মুকেশ-নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানির বাগদানও অনুষ্ঠিত হয়েছে এ লেক কোমোতে। জানা গেছে, লেক কোমোতে বিয়ে করতে গিয়ে ভাড়া হিসেবে তারকা দম্পতিকে গুনতে হবে প্রতিদিন প্রায় আট লাখ রুপি। একই সঙ্গে ওয়েডিং প্ল্যানারসহ বিয়ের আনুষঙ্গিক খরচ তো আছেই। তাদের বিয়ে নিয়ে ভারতের একাধিক খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। খবরে বলা হয়েছে, দীপিকা আর রণবীরের ইচ্ছা ছিল পক্ষীরাজের মতো সাদা ঘোড়ায় চেপে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। কিন্তু ঘোড়ার ব্যবস্থা না হওয়ায় করা হয়েছে অন্য ব্যবস্থা। তাদের বিয়েতে বিলাসবহুল পালতোলা নৌকারও ব্যবস্থা করা হয়েছে। ওই নৌকায় চড়ে বিয়ে করবেন তারা। তাতে থাকবেন অতিথিরাও। এদিকে বিয়ের জন্য প্রায় এক কোটি রুপির গহনা কিনেছেন ‘পদ্মাবত’ অভিনেত্রী। তার হীরার তৈরি মঙ্গলসূত্রের দামই পড়েছে ২০ লাখ রুপি। তাদের বিয়ের খাবারের প্রতিটি মেন্যু থাকবে একেবারে অনন্য ও ভিন্নধমীর্। এরই মধ্যে বাবুচির্র সঙ্গে বিয়ের খাবারের বিষয় নিয়ে একটি চুক্তিও করে ফেলেছেন তারা। সেই চুক্তিপত্রে বলা আছে, দীপিকা-রণবীরের বিয়ের প্রতিটি খাবারের রান্না হতে হবে একেবারে ভিন্ন। শুধু তা-ই নয়, এই ভিন্নধমীর্ খাবারগুলো যেন ভবিষ্যতে অন্য কোথাও আর রান্না না করেন, এমন চুক্তিও ওই বাবুচির্র সঙ্গে করে রেখেছেন তারা। ১ নভেম্বর মুম্ব^াইয়ে নিজের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে দীপিকার বিবাহ-পূবর্ এক অনুষ্ঠান। দীপিকার অনুষ্ঠান শেষ হওয়ার পর, ৪ নভেম্বর শুরু হয়েছে রণবীরের গায়ে হলুদ।