বিএনপি থেকে মনোনয়ন চান চার তারকা

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মনির খান বেবি নাজনীন কনক চঁাপা হেলাল খান
আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে প্রতিদ্ব›িদ্বতা করার জন্যে আওয়ামী লীগ থেকে বেশ কিছু তারকামুখকে মনোনয়ন ফরম তুলতে দেখা গেছে। একইভাবে বিএনপি থেকেও মনোনয়ন ফরম কিনেছেন কয়েকজন তারকা। ধানের শীষের প্রতীক নিয়ে নিবার্চন করতে মনোনয়নপত্র কিনেছেন তিনজন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন নীলফামারী, কনক চঁাপা ও মনির খান, অন্যদিকে একই দলের হয়ে মনোনয়ন কিনেছেন চিত্রনায়ক হেলাল খান। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। সোমবার বেলা ১টা ১৫ মিনিটে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বেবি নাজনীন বলেন, আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নিবার্চনে অংশ নেব। দল আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটিতে জয়লাভ করে আমাদের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব। তিনি আরও বলেন, এই নিবার্চনে অংশ নিচ্ছি আমাদের মা খালেদা জিয়ার মুক্তির দাবিতে। সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী কনক চঁাপা। সোমবার দুপুর দেড়টায় তিনি সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কনক চঁাপা বলেন, ‘আমি একজন গানের মানুষ। দীঘির্দন গান করে আসছি। গান ছাড়ছি না। তবে গানের পাশাপাশি গণমানুষের পাশে থাকতে চাই। তাদের জন্য কিছু কাজ করে যেতে চাই। জনগণ যদি চায় আর আমাকে নমিনেশন দেয়া হয় তো আমি নিবাচন করব।’ ঝিনাইদহ-৩ আসনে নিবার্চন করতে ধানের শীষের মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র কেনেন। নিবার্চনের মনোনয়ন প্রসঙ্গে কণ্ঠশিল্পী মনির খান বলেন, ‘আমি শুরু থেকেই ব্যক্তিগতভাবেই বিএনপি’র সঙ্গে কাজ করে যাচ্ছি। যদিও এ জন্য আমার ক্যারিয়ারে অনেক সমস্যাই দেখা দিয়েছে। তবে ঝিনাইদহ-৩ আসনে পাটির্ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি নিশ্চিত জয় লাভ করব। এলাকার জনগণ অনেক আগে থেকেই আমাকে প্রতিনিধি হিসেবে অভিব্যক্তি প্রকাশ করেছেন। সিলেট বিয়ানীবাজার-৬ আসনে নিবার্চন করতে ধানের শীষের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক হেলাল খান। তিনি বলেন, আমি সিলেটের ছেলে, বিরানীবাজার সিলেট-৬ আসন থেকে আমি নিবার্চন করব এবং এই নিবার্চন হবে অধিকার আদায়ের নিবার্চন, গণতন্ত্র ফিরে পাবার নিবার্চন, খালেদা জিয়ার মুক্তির নিবার্চন, তারেক রহমান উপর সব মিথ্যা মামলা প্রত্যাহারের নিবার্চন। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি, দেশের জনগণ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছেন। ইনশাল্লাহ, আমরা জয়যুক্ত হব, বাংলাদেশ সুশাসন ফিরে পাবে এবং বিএনপির চেয়ারপারসন খুব অল্পসময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন।