অভিনেতা রাজীবের ১৪তম মৃত্যুবাষির্কী পালিত

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ঢাকাই ছবির এক সময়ের দাপুটে অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব। ২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আজ (১৪ নভেম্বর) প্রয়াত এই শক্তিমান অভিনেতার ১৪তম মৃত্যুবাষির্কী। প্রায় দুই শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন গুণী এ অভিনেতা। গত বুধবার শিল্পী সমিতির পক্ষ থেকে তার আত্মার প্রতি দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। তবে খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রেও তিনি অভিনয় করেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে রাজিব জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননা লাভ করেন। রাজীব অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুজর্য়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে, দাঙ্গা প্রভৃতি।