সাক্ষাৎকার

আপাতত চলচ্চিত্রে অভিনয়ের চিন্তা করছি না

ছোটপদার্র অভিনেতা এফএস নাঈম। খÐ নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। বতর্মান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
এফএস নাঈম
বতর্মান ব্যস্ততা... অভিনয়ই আমার ব্যস্ততা। সম্প্রতি বেশ কয়েকটি খÐ নাটকের শুটিং শেষ করে এলাম নেপাল থেকে। দেশে এসেও কয়েকটি নাটকের শুটিং করছি। নামগুলো ঠিক মনে করতে পারছি না। কয়েকটি চ্যানেলে নাটকগুলো প্রচার করা হবে। ধারাবাহিক নাটকে কম... ধারাবাহিক নাটকে খুব কম কাজ করি। ধারাবাহিক নাটকের ক্ষেত্রে সময় বেশি দিতে হয়। একই চরিত্র নিয়ে পড়ে থাকতে হয় দীঘির্দন। কিন্তু খÐ নাটকের বেলায় তা নেই। নানান গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ থাকে। সময়ও কম লাগে। এজন্য খÐ নাটকে অভিনয় করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। টিভিতে নিজের নাটক... সময় পেলে শুধু নিজের নয়, অন্যের অভিনীত নাটকও দেখার চেষ্টা করি। তবে, বেশির ভাগ নাটক ইউটিউবে দেখা হয়। নিজের অভিনীত নাটক দেখলে নিজের ভুলগুলো ধরা পড়ে। কী করলে অভিনয় আরও ভালো হতো তা নিয়ে ভাবি। নাটকের চলমান পরিবেশ... বতর্মানে আমাদের দেশের নাট্যাঙ্গনে সমস্যা যেমন আছে তেমন সম্ভাবনাও আছে। এসব নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। তবে এখন আগের তুলনায় ভালো নাটক হচ্ছে। নাটকের গল্পগুলো আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। সামনে আরও ভালো হবে আমার বিশ্বাস। নাটকে নতুনরাও অনেকে আসছে। তাদের কেউ কেউ ভালোও করছে। আমি মনে করি, অভিনয়ে যেই আসুক, তাকে অভিনয় শিখে আসতে হবে এবং অভিনয়কে ভালোবাসতে হবে। চলচ্চিত্রের খবর... ‘হৃদয়ের রংধনু’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলাম। এখন আর সেটার খবর জানি না। আদৌ মুক্তি পাবে কিনা সেটাও বলতে পারছি না। নাটকে অভিনয় নিয়ে থাকতে চাই। চলচ্চিত্রে আপাতত অভিনয় করার চিন্তা করছি না। আমি মনে করি যেকোনো জায়গায় অভিনয় করে সফলতা অজর্ন করা যায়।