সাক্ষাৎকার

আমরা এখন ইনডোর কনসাটের্র দিকে বেশি ঝুঁকছি

সংগীতশিল্পী সৈয়দ শহীদ। পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দূরবীন’র কণর্ধার। এ বছর ডিসেম্বরে ব্যান্ডটি ১৫ বছরে পদাপর্ণ করতে যাচ্ছে। গান ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সৈয়দ শহীদ
গানে গানে সময়... আমি পেশাদার শিল্পী নই। নিজের ব্যক্তিগত কাজের পাশাপাশি আমি ভালোবেসে গান করি। আপাতত ব্যান্ড দল ‘দূরবীন’ নিয়ে একটু ব্যস্ত আছি। ডিসেম্বরে আমাদের ব্যান্ডের বষর্পূতির্। ডিসেম্বরে ব্যান্ডটি ১৫ বছরে পদাপর্ণ করতে যাচ্ছে। সেটি নিয়েই পরিকল্পনা চলছে। বষর্পূতির্র পরিকল্পনা... বড় কোনো পরিকল্পনা নেই। এবার একটি ইনডোর কনসাটর্ করার পরিকল্পনা রয়েছে। সেখানে এবার একটি অ্যালবাম প্রকাশ করা হবে। অ্যালবামের শিরোনাম ‘দূরবীন ৫.০১’। এখানে মোট ৭টি গান থাকবে। প্রায় সবগুলো গান তৈরি হয়ে গেছে। গানগুলোর মিউজিক ভিডিও... পরিকল্পনা রয়েছে একটি গানের মিউজিক ভিডিও করব। এখন পযর্ন্ত প্রস্তুতি নেইনি। আসলে আমি তো কোনো বড় আয়োজনে মিউজিক ভিডিও করি না। এবার নিজেদের মতো করে একটি মিউজিক ভিডিও করব। কনসাটর্... ব্যান্ডের মূল আসর জমে কনসাটের্। কিন্তু সেটি এখন অনেকটাই কমেছে। একবারে যে হচ্ছে না তেমনটাও নয়। কিন্তু তুলনামূলক কমেছে। আমরা এখন ইনডোর কনসাটের্র দিকে বেশি ঝুঁকছি। যেখানে টাকা খরচ করে শো দেখতে হয়। এর মূল কারণ পৃষ্ঠপোষকতা কমেছে। আমাদের নতুন প্রজন্ম ব্যান্ডের কনসাটর্ আমেজ থেকে অনেকটা বঞ্চিত হচ্ছে। সবসময় আশা করি, এই খরা কাটবে। আমরা আবারো একঝঁাক ব্যান্ড একসঙ্গে দিনব্যাপী ওপেনএয়ার কনসাটর্ করব। যেমন চলছে সময়ের গান... সব সময়ই সব বেলাতেই দুটি ধারা চলে, একটি ভালো অন্যটি মন্দ। আমাদের গানের বেলাতেও একই অবস্থা। এখন প্রচুর গান হচ্ছে। এর মধ্যে কিছুতো অবশ্যই ভালো হচ্ছে।