‘নতুন মুখের সন্ধানে’ আবারও নিবন্ধনের ঘোষণা

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
বারবার পেছানোর পর সবের্শষ আবারও নতুন করে নিবন্ধনের তারিখ ঘোষণা হয়েছে চলচ্চিত্রে অভিনয়শিল্পী খেঁাজার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন মুখের সন্ধানে’র জন্য। আগামী শনিবার থেকে আগ্রহী শিল্পীরা নাম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে কতৃর্পক্ষ। প্রতিযোগীদের নিবন্ধনের জন্য শনিবার ওয়েবসাইট উদ্বোধন করা হবে। যদিও এর আগে একবার কয়েকজন মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটির কাযর্ক্রম শুরুর ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরে আর সেটি শুরু হয়নি। এ জন্য দুঃখ প্রকাশ করে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা আগামী শনিবার (আগামীকাল) থেকে আগ্রহী শিল্পীদের নাম নিবন্ধন শুরু করছি। সেদিন ‘নতুন মুখের সন্ধানে’র জন্য নিমির্ত ওয়েবসাইটটি উদ্বোধন করা হবে। সেখানে দেশের যে কোনো স্থান থেকেই আগ্রহী শিল্পীরা নাম নিবন্ধন করতে পারবেন। আমরা শনিবার বিকেল ৪টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে নিয়ে এই কাযর্ক্রম শুরু করব।’ ওয়েবসাইট ছাড়াও প্রতিযোগিতায় নাম নিবন্ধন করা যাবে জানিয়ে খোকন বলেন, ‘আমরা আবেদন করার জন্য তিনটি পথ খোলা রাখছি। প্রথমত, আগ্রহী শিল্পীরা সারা দেশ থেকে আমাদের পরিচালক সমিতির ওয়েবসাইট থেকে ফরম নিয়ে তা পূরণ করতে পারেন। দ্বিতীয়ত, মোবাইল ফোনের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। আবার এফডিসিতে এসে পরিচালক সমিতি থেকে সরাসরি আবেদন করতে পারবেন। যেখান থেকেই আবেদন করুক না কেন, তারা আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন নিজের বিভাগ থেকে।’ জাতীয় নিবার্চনের পর মূল প্রতিযোগিতা শুরু হবে জানিয়ে খোকন বলেন, ‘নাম নিবন্ধন শুরু হলেও মূল প্রতিযোগিতা শুরু হবে জাতীয় নিবার্চনের পর। যে যেভাবেই নিবন্ধন করুক না কেন, নিজের বিভাগ থেকে সেই শিল্পীকে মূল প্রতিযোগিতায় অংশ নিতে হবে। জানুয়ারি মাসে আমরা ‘নতুন মুখের সন্ধানে’র মূল প্রতিযোগিতা শুরু করব।’