সাক্ষাৎকার

অশ্লীলতা গানের পরিবেশ নষ্ট করে দেয়

দেশটিভিতে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে নতুন অনুষ্ঠান ‘প্রিয় তমার প্রিয় মুখ’। ফরিদা লিমার প্রযোজনা ও চিত্রনায়িকা তমা মিজার্র উপস্থাপনায় অনুষ্ঠানটির আজকের পবের্র অতিথি কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। অনুষ্ঠান ও সমসাময়িক বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গে-

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
দিলশাদ নাহার কনা
চলমান ব্যস্ততা... স্টেজ শোর ফঁাকে ফঁাকে টিভি প্রোগ্রাম করছি। প্লেব্যাকের পাশাপাশি নতুন গানের কাজও চলছে। সম্প্রতি মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘নিঃশ্বাস’ নামের একটি স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্রে তাহসানের সঙ্গে একটি গান করেছি। গানটি লিখেছেন আসিফ ইকবাল। গানটি বৃহস্পতিবার রাতে গাঙচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশও হয়েছে। এ ছাড়া সম্প্রতি ‘অঁাধারে স্নান’ নতুন একটি গান প্রকাশ হয়েছে সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। নাজিব জহিরের কথায় গানটির সংগীতায়োজন করেছেন শান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লতা আচারিয়া। গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। ‘প্রিয় তমার প্রিয় মুখ’... দেশ টিভির নতুন অনুষ্ঠান সেলিব্রেটি শো ‘প্রিয় তমার প্রিয় মুখ’। চিত্রনায়িকা তমা মিজার্র উপস্থাপনায় অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শনিবার প্রচার হয়। এবারের পবের্র অতিথি হিসেবে দেখা যাবে আমাকে। আজ এটি প্রচার হবে। এখানে সমসমায়িক বিষয় নিয়েই কথা হবে। গানের চলমান পরিবেশ... এখন প্রচুর গান হচ্ছে। এরমধ্যে কিছু কিছু গান ভালোও হচ্ছে। নতুনেরাও গানে বেশ আগ্রহী। কন্ঠশিল্পীর পাশাপাশি গীতিকার ও সুরকারও তৈরি হচ্ছে। এটা অবশ্যই আমাদের গানের অঙ্গনের জন্য ভালো খবর। গানে অশ্লীলতা... গানে অশ্লীলতা গানের পুরো পরিবেশকে নষ্ট করে দেয়। বিশেষ করে গানের অশ্লীল কথা। একটি গানের প্রথম ধাপ হচ্ছে কথা। গানের কথা ভালো না হলে ভালো সুর আশা করা যায় না এবং শিল্পীর কণ্ঠেও শ্রæতিমধুর হয় না। গানের কথা শ্রæতিমধুর ও সাবলীল হলে তা সমাদৃত হয়। কালজয়ী গানগুলোর কথা কিন্তু সুন্দর। তাতে কোনো অশ্লীলতা নেই। সম্প্রতি একটি গানের কথা নিয়ে সমালোচনা চলছে। বিষয়টি সত্যিই দুঃখজনক। যেভাবে শুরু... খুব ছোট থেকেই গানের সঙ্গে আমার শখ্যতা গড়ে ওঠে। মাত্র পঁাচ বছর বয়সেই হারমোনিয়াম ও তবলা বাজানো শিখি। গান শিখেছি শিশু একাডেমিতে। নজরুলসংগীত ছাড়াও দীঘির্দন শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছি। ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে প্রথম কণ্ঠ দেই। পরবতীর্ সময়ে প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। ‘আভি তো লামহে’ শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছি। ২০০৬ সালে প্রকাশিত হয় প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’।