সাক্ষাৎকার

চলচ্চিত্র নয়, নাটক নিয়েই ব্যস্ত আছি

ছোটপদার্র ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। যদিও চলচ্চিত্রের নায়ক হওয়ার জন্যই মিডিয়াতে আসেন তিনি। এনটিভি ও ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র আয়োজনে সুপারহিরো-সুপার হিরোইন নামের একটি রিয়েলিটি শোতে প্রথম স্থান অধিকার করেও চলচ্চিত্রে স্থায়ী হতে পারেননি এই অভিনেতা। সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
নিলয় আলমগীর
এইসব দিনরাত্রি... ব্যস্ততাতেই কেটে যাচ্ছে চলমান সময়। ধারাবাহিক ও খÐ নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করছি। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেল নিয়েও ব্যস্ততা আছে। ডিজিটাল প্ল্যাটফমের্ অনেকেই এখন নিজস্ব ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করছেন। ‘নিলয় আলমগীর ফিল্মস’ নামের আমার ইউটিউব চ্যানেলে নিজের অভিনীত বেশ কিছু নাটক ও স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র আপলোড করেছি। চ্যানেলটি নিয়ে সামনে আরও ভালো কিছু করার পরিকল্পনা আছে। ওয়েব সিরিজে... সম্প্রতি বাংলা ঢোলের প্রযোজনায় ‘সাব-সাবলেট’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছি। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাকিব রায়হান। কাজটি অনেক ভালো হয়েছে। যুগের পরিবতের্ন এখন ওয়েব সিরিজের কাজ চলছে। শুধু আমাদের দেশেই নন, অন্য দেশেও বড় বড় তারকারাও এই মাধ্যমে কাজ করছেন। ভালো কাজ হলে এবং তা দশর্ক গ্রহণ করলে এই মাধ্যম নিয়ে খারাপ কিছু দেখছি না। ধারাবাহিক নাটক... মজিবুল হক খোকনের পরিচালনায় এটিএন বাংলায় ‘নানা রঙের মানুষ’, বৈশাখী টিভিতে মাসুদ মহিউদ্দিনের ‘নগর জোনাকি’, এনটিভিতে ‘মায়া মসনদ’সহ বিভিন্ন চ্যানেলে আমার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। প্রতিটি ধারাবাহিকের গল্পে ও চরিত্রে ভিন্নতা আছে। ভালো লাগে... একেবারে আমার সমসাময়িক তেমন কাউকে তো চোখে পড়ে না। তবে অভিনয়ে আমার আগের প্রজন্ম আফরান নিশো ও আমার পরে আসা জোভানের কাজ ভালো লাগে। আর নায়িকাদের মধ্যে নিদির্ষ্ট করে কারো নাম বলতে চাই না। এক্ষেত্রে ভালো লাগার পাল্লাটা ভারি হবে। নিজের কাজ... নিজের অভিনীত নাটকগুলো দেখার সুযোগ খুব বেশি হয় না। তারপরও যখন দেখি তাতে, ভালো লাগে আবার ত্রæটিও ধরা পড়ে। মনে হয়, এখানটাই আরেকটু ভালো করা যেত। সত্যি বলতে দশের্কর মূল্যায়নটাই বড় কথা। তাদের কাছে অভিনয় ভালো লাগলে শিল্পীর সম্মান বাড়ে, ভালো না লাগলে সম্মান কমে। চলচ্চিত্রের খবর... চলচ্চিত্রের নতুন কোনো খবর নেই। এ পযর্ন্ত চারটি ছবিতে কাজ করেছি। ‘বেইলী রোড’, ‘রূপগাওয়াল’, ‘ভালোবাসবই তো’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’। সবগুলো মুক্তি পেলেও তেমন কোনো আশা দেখতে পাইনি। এখন নাটক নিয়েই ব্যস্ত আছি।