‘অ্যাড গুরু’র প্রস্থানে ভারতজুড়ে শোক

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
অ্যালেক পদমসি
বয়স হয়েছিল নব্বই বছর, মুম্বাইয়ের একটি হাসপাতালে বেশ কয়েকদিন ধরে চিকিৎসা চলছিল। অবশেষে গতকাল শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় বিজ্ঞাপন জগতের প্রাণপুরুষ অ্যালেক পদমসি । শিল্পজগতে তিনি ‘অ্যাড গুরু’ হিসেবেই পরিচিত তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুধু বিজ্ঞাপনই নয়, নাটক এবং সিনেমা জগতেও নিজের ছাপ রেখেছিলেন অ্যালেক। তবে ভারতীয় বিজ্ঞাপনের জগতে আলোড়ন ফেলে দেয়া অ্যালেক পদমসিকে তার নানা বিখ্যাত বিজ্ঞাপনের জন্যই মনে রাখবে দশর্ক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝরনার তলায় উচ্ছল পোশাকে লিরিল, আমুল গালর্, চেরি বøসম, পলিশের চালির্ চ্যাপলিন, সাফের্র ললিতাজি, হামারা বাজাজ কিংবা এমআরএফÑ এমন বহু মনে থাকা বিজ্ঞাপন তারই সৃজনী। ভারতীয় বিজ্ঞাপন জগতে ব্র্যান্ড ভ্যালু তৈরিতে তার জুড়ি ছিল না। সৃজনশীল বিজ্ঞাপনের জন্য অ্যালেক পদমসির নাম সমধিক পরিচিত। এর পাশাপাশি ১৯৮২ সালে তৈরি রিচাডর্ অ্যাটেনবরোর সিনেমা ‘গান্ধী’তে তার অভিনয় বিশ্বব্যাপী সিনেমা প্রেমীদের চোখে অ্যালেক পদমসিকে নতুনভাবে চিনিয়ে দেয়। ‘গান্ধী’ ছবিতে মোহাম্মদ আলি জিন্নার ভূমিকায় অনবদ্য অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন এই পুরোধা পুরুষ।