বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবুও লাগামহীন ওটিটি প্ল্যাটফর্ম

জাহাঙ্গীর বিপস্নব
  ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০
আপডেট  : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:১৮
বিতর্কিত ওয়েব সিরিজ 'মন্টু পাইলট'-এর দ্বিতীয় সিজনে অভিনয় করছেন রাফিয়াথ রশিদ মিথিলা

অশ্রাব্য ভাষা, ভাষার বিকৃতি আর দৃষ্টিকটু দৃশ্যে সয়লাব ওভার দ্য টপ (ওটিটি) তথা ডিজিটাল পস্ন্যাটফর্ম। ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মের কন্টেন্ট নিয়ে সরকারের পক্ষ থেকে নীতিমালার কথা থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। ফলে আগের মতোই যাচ্ছেতাই প্রচার করা হচ্ছে এসব ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মে। চলচ্চিত্রের জন্য আনুষ্ঠানিক সেন্সর বোর্ড ও টিভি নাটকের জন্য অনানুষ্ঠানিক সেন্সর কর্তৃপক্ষ (প্রিভিউ বোর্ড) থাকায় ভাষার ব্যবহারে নির্মাণ সংশ্লিষ্টরা সতর্ক থাকেন। ইউটিউব কর্তৃপক্ষের কড়াকড়ি নির্দেশনা থাকায় এখানেও খুব বেশি অশালীন সংলাপ চোখে পড়ে না। তবে একেবারে ছন্নছাড়া ওয়েবভিত্তিক ডিজিটাল পস্ন্যাটফর্মগুলো। নিজস্ব ওয়েব স্ট্রিমিং সার্ভার থাকায় নিয়মনীতির তোয়াক্কা না করেই নির্মাণ হচ্ছে ওয়েব সিরিজগুলো। নির্মাণশৈলী নিয়ে প্রশ্ন না থাকলেও এসব ওয়েব সিরিজে অশ্রাব্য ভাষার সংলাপ দিনকে দিন বেড়েই চলছে। এর কুফল পড়ছে বর্তমান প্রজন্মের ওপর, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরা। যদিও সংশ্লিষ্টরা বিষয়টিকে সংলাপের সাবালক ভাষা কিংবা শিল্পের স্বাধীনতা বলে ব্যাখ্যা দিলেও, বাঙালি সংস্কৃতির সঙ্গে তা বড়ই বেমানান। অবস্থা এমন হয়েছে, ওয়েব মানেই যেন অশ্রাব্য ভাষা ও অবাধ যৌনতার দৃশ্য। প্রচারিত অনেক ওয়েব সিরিজ-ওয়েব ফিল্মের সঙ্গে এই কথার মিল খুঁজে পাওয়া যাবে। বাংলা ভাষার ওয়েব সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইট হলো 'হইচই অরিজিনাল'। এ সাইটটি নিজস্ব প্রযোজনায় বেশ কয়েকটি সিরিজ প্রচারে এনেছে। তার মধ্যে 'মন্টু পাইলট'-এর সিকু্যয়াল নির্মাণের কাজ চলছে। মন্টু পাইলটের গল্প সাজানো হয়েছে পতিতালয় নিয়ে। তরুণীদের জোড় করে ধরে এনে পতিতাবৃত্তি করানোসহ নানা কায়দায় ক্লায়েন্ট জোগাড় করার সম্যক ধারণা এখানে দেখানো হয়েছে। মূলত মন্টু পাইলটের কাজ হলো বিভিন্ন এলাকা থেকে সুন্দরী নারী ধরে আনা। গল্পটা নতুন না হলেও এর প্রতিটি সংলাপ দর্শককে অবাক করেছে। যৌন উত্তেজনাপূর্ণ শব্দ ব্যবহার, নারীর গতর নিয়ে অশ্রাব্য মন্তব্যসহ নানা অভিযোগে বিদ্ধ এ সিরিজটি। সঙ্গে অবাধ মাদক সেবন দেখানো হয়েছে এ সিরিজে। এমনকি দেখানো হয়নি স্বাস্থ্যঝুঁকির সতর্কতামূলক কোনো বার্তা। এই সাইটের আরও একটি সিরিজ 'আস্তে লেডিস' নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। এতে বিউটি পার্লারের টাকা জোগাড় করতে তিন কন্যা নামেন ডাকাতি করতে। সেখানেও রয়েছে রগরগে দৃশ্য ও অশ্রাব্য ভাষা। বিন্দুমাত্র কাটছাঁট না করেই এসব সিরিজ প্রকাশ্যে আনায় সম্প্রতি ভারতীয় আদালতে মামলা পর্যন্ত হয়েছে। 'গোরিয়া হাটের গ্যাংলস' কমেডি ধরনের সিরিজ হলেও অভিনেতা-অভিনেত্রীরা সাবলীলভাবেই বাজে শব্দ ব্যবহার করেছেন। এসব নিয়ে রীতিমত বিতর্ক সৃষ্টি হয়েছে গণমাধ্যমেও। ফলে ওয়েব পস্ন্যাটফর্মে সেন্সর ব্যবস্থা চালু হওয়া উচিত; এমন দাবি তুলছেন অনেকেই। হইচই ছাড়াও 'নেটফ্লিক্স, আমাজান প্রাইমসহ বেশ কয়েকটি পস্ন্যাটফর্ম রয়েছে; যেসব পস্ন্যাটফর্মের নাটক ও সিনেমাগুলোতে প্রদর্শিত হচ্ছে অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে নিচু মানের ভাষার ব্যবহার। সুধীজনদের মতে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ও নৈতিকতার পরিপন্থি। এ ধরনের ওয়েব সিরিজ নির্মাণ ও প্রদর্শনের লাগাম না টানলে সামাজিক ও অন্যান্য সংবেদনশীল বিষয়গুলোতে সমস্যা সৃষ্টি করবে। অনেক ওয়েব সিরিজের ইঙ্গিতধর্মীয় বিষয়াদিতে আঘাত হানার মতো। বিশ্বের উন্নত দেশগুলোতে এসব ডিজিটাল পস্ন্যাটফর্মের কন্টেনের ওপর বেশ কয়েকটি বিশেষ নির্দেশনা আরোপ করলেও আমাদের দেশে এখনও নির্দিষ্ট বিধি-নিষেধ জারি করা হয়নি। ওভার দ্য টপ (ওটিটি) পস্ন্যাটফর্মনির্ভর কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে একটি খসড়া নীতিমালা করতে কমিটি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত বছরের ফেব্রম্নয়ারিতে করা এ কমিটি কয়েক দফা মিটিংও করেছে। বিটিআরসির পক্ষ থেকে এসব বিষয় গত ৭ সেপ্টেম্বর আদালতে জানানোর পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের পরবর্তী আদেশের জন্য ১ নভেম্বর দিন ধার্য করেন। ৮ সদস্যের কমিটিতে বিটিআরসির কমিশনার (এলএল) আবু সৈয়দ দিলজার হোসেনকে আহ্বায়ক ও উপ-পরিচালক (আইন) পদবির একজনকে সদস্য সচিব করা হয়। এছাড়া সদস্য করা হয় ছয়জনকে। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওটিটি পস্ন্যাটফর্ম বিষয়ে নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে উলেস্নখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, শিগগিরই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে