শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৫ বছর পর দিলারা জামান

ম বিনোদন রিপোর্ট
  ২০ জানুয়ারি ২০২২, ০০:০০
দিলারা জামানের সঙ্গে কায়েস আরজু

দীর্ঘ পঁচিশ বছর আগে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের মাবিষয়ক গানে মডেল হয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এরপর আরও অনেক গানে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে মাবিষয়ক কোনো গানের মডেল হতে দেখা যায়নি তাকে। তবে ২৫ বছর 'মা জননী' শিরোনামের গানে পারফর্ম করলেন তিনি। গানটি লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর সংগীত করেছেন আলামিন খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। গানটিতে দিলারা জামানের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু। এক মর্মান্তিক গল্পনির্ভর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এই গানে কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, 'সত্যি বলতে কী মাকে ঘিরে অনেক গানের মডেল হিসেবে কাজ করেছি। শুরু হয়েছিল কুমার বিশ্বজিতের গান দিয়ে। পরে আরও অনেকের গানে মডেল হয়েছি। মা জননী গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় মনির খান। খুব ভালো গেয়েছেন গানটি। করোনার মধ্যে আমি কাজ করতে চাইনি। কিন্তু যারা কাজটি করেছেন তারা আমাকে নিয়েই কাজটি করবেন বলে অপেক্ষা করছিলেন। যাই হোক শেষ পর্যন্ত কাজটি করেছি। খুউব ভালো হয়েছে কাজটি। আমার ছেলের চরিত্রে কায়েস আরজু ভালো অভিনয় করেছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।' কায়েস আরজু বলেন, 'মা জননী কাজটি আমার নতুন বছরের প্রথম কাজ। শ্রদ্ধেয় দিলারা জামান এ দেশের একজন অনেক বড় মাপের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী। তার সঙ্গে কাজ করতে পারা ভীষণ সৌভাগ্যের। আমি সত্যি ভীষণ আবেগাপস্নুত হয়ে পড়েছিলাম তার সঙ্গে নানান দৃশ্যে কাজ করতে গিয়ে। তার চোখে-মুখে যে মায়া, যে আদর-স্নেহ ভালোবাসা, তা যেন অভিনয় করার সুযোগে আরও বেশি পেয়েছি আমি। তিনি সত্যিকারের একজন মহান মানুষ। এমন মানুষের সঙ্গে কাজ করে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত। গানটির সাথে সম্পৃক্ত সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার বিশ্বাস মা জননী গানটি সবার ভালো লাগবে।' আরজু জানান, শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে