সব মাধ্যমেই সরব দীপা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

ম বিনোদন রিপোর্ট
নাটক, ওটিটি পস্ন্যাটফর্ম ও চলচ্চিত্র- সব মাধ্যমেই সরব অভিনেত্রী দীপা খন্দকার। শুধু টেলিভিশন নাটকে অভিনয় করলেও ২০১৯ সালে ওপার বাংলার চিত্র পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের 'ভাইজান' চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় এই সুঅভিনেত্রীর। রুপালি পর্দার দর্শকরা চলচ্চিত্রে দীপার অভিনয়কে স্বাগত জানায়। পছন্দ করে তার সাবলীল অভিনয়কে। বর্তমানে এ অভিনেত্রীর হাতে রয়েছে ৪টি সিনেমা। এগুলো হলো- কামরুজ্জামান রোমানের 'মোনা', শহীদ রায়হানের 'মনোলোক', সাইফুল ইসলাম মান্নুর 'পায়ের ছাপ' ও মোহাম্মদ ইকবালের 'রিভেঞ্জ'। দীপা বলেন, 'দর্শকরা আমাকে টেলিভিশন নাটকে সচরাচর যে চরিত্রে দেখতে অভ্যস্ত ঠিক তার উল্টো ভিন্ন ভিন্ন চরিত্রে লুকে সিনেমায় আমাকে আবিষ্কার করবেন। সবচেয়ে নতুনত্ব একটি সিনেমায় আমি খল চরিত্রে অভিনয় করেছি। সোজা কথা ৪টি সিনেমায় দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে আবিষ্কার করবেন। নতুন এক দীপাকে দেখতে পাবেন।' নাটক ও সিনেমার বাইরে ওটিটি পস্ন্যাটফরমেও অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন বলে জানান। 'হলি গান'- শিরোনামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে 'অমানুষ'- শিরোনামে একটি সিরিজ। এটি ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে। এটির নির্মাতা হলেন ইয়াসের আরাফাত জুয়েল। এদিকে জি ফাইভের ১২০ পর্বের ধারাবাহিক 'আমাদের বাড়ি'তে অভিনয় করছেন এই অভিনেত্রী। ওটিটির কাজ প্রসঙ্গে এর মতামত ওটিটিতে এখন নানা রকম ভিন্ন ভিন্ন সামাজিক বিষয় নিয়ে কাজ হচ্ছে। দর্শকরাও পছন্দ করছেন এই পস্ন্যাটফরমটিকে। বাজেটও ভালো। নির্মাতারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। এতে শিল্পী হিসেবে কাজ করেও আত্মতৃপ্তি পাচ্ছি।