দেশি গানে বিদেশি মডেল

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২২, ০০:০০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২, ০৯:৩০

মাসুদুর রহমান
আরেফিন রুমির কণ্ঠে 'তুই আর আমি' গানে মডেল হয়েছেন টলিউড তারকা মিমি চক্রবর্তী ও ঢালিউডের নিরব

দেশের সংস্কৃতির সঙ্গে মিশে আছে গান। সময়ের সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হলেও কদর কমেনি গানের। নানা অভিযোগ থাকলেও প্রতিনিয়ত গানের চর্চার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন নতুন গান। এসব গানের সঙ্গে যুক্ত হচ্ছেন ভিনদেশিরাও। বাংলা গানকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে দেশের কণ্ঠশিল্পীদের গানে মডেল হচ্ছেন বিদেশি তারকারা। কয়েক বছর ধরে এমনটি হয়ে আসলেও দুই দেশের শিল্পীদের সমন্বয়ে তৈরি হচ্ছে বিগ বাজেটের গান। এর বেশির ভাগেরই শুটিং হচ্ছে দেশের বাইরে। সম্প্রতি কয়েকটি গান বেশ আলোড়ন সৃষ্টি করেছে দর্শক মহলে। ইউটিউবেও সাড়া ফেলছে এসব গান। সম্প্রতি বাংলাদেশের কণ্ঠশিল্পী লুইপার গানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার আলোচিত নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। 'আমি রূপনগরের রাজকুমারী, দিওয়ানা যে সব আমারই, আমার রূপের জাদু দেখবি শুধু, কেউ করিসনা রে টাচ-নাচ ময়ূরী নাচ'- কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে এ গানটি প্রকাশ করেছে টিএম রেকর্ডস। ১৬ জানুয়ারি গানটি প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক সাড়া পড়ে। এখানে নুসরাতকে দেখা গেছে ভিন্নরূপে। লুইপাও এবার একটু ভিন্ন সুরের গান কণ্ঠে তুলেছেন। এর আগে কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর 'দুষ্টু পোলাপাইন' গানে মডেল হয়ে নেচে ঝড় তুলেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। ২২ ডিসেম্বর প্রোমো প্রকাশের কয়েক ঘণ্টার ব্যবধানে লাখো দর্শক লুফে নেন এটি। গানটির দৃশ্যধারণ হয়েছে মুম্বাইয়ে। বিপুল বাজেটের এ গানটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ। ২৮ ডিসেম্বর পুরো গানটি প্রকাশ করেছে টিএম রেকর্ডস। তার আগে গত বছরের শেষের দিকে সংগীতশিল্পী আরেফিন রুমির কণ্ঠে 'তুই আর আমি'- শিরোনামের গানে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। এ গানটির মাধ্যমে এই প্রথম বাংলাদেশের কোনো কাজে যুক্ত হলেন মিমি। এতে মিমির সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রনায়ক নিরব। গানের কথা, সুর, কম্পোজিশন ও মিউজিক ভিডিওটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন হয়েছে বলে মনে করেন আরেফিন রুমি। গত বছরের মাঝ সময়ে বাংলাদেশের সংগীতশিল্পী তানভীর ইভানের গানে মডেল হন ওপার বাংলার 'বোঝে না সে বোঝে না' সিরিয়ালের আলোচিত জুটি যশ ও মধুমিতা। গানের নাম 'ও মন রে'। এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি এই গানের ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করেন কলকাতার বাবা যাদব। গত বছরের রোজার ঈদে বাংলাদেশের গানের চিত্রায়নে প্রথম অভিনয় করেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের আলোচিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। গানের শিরোনাম 'আজ এই কথা দিলে'। শাফকাত আহমেদ দীপ্তর কথা ও সুরে টিএম রেকর্ডসের ব্যানারে গানটিতে কণ্ঠ দেন কৌশিক হোসেন তাপস ও দিলশাদ নাহার কাকলী। গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গানবাংলা টেলিভিশনের পর্দায়। এছাড়াও গানবাংলা টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয় গানটি। ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশের আলোচিত সংগীতশিল্পী মাহমুদুল ইমানের সঙ্গে দ্বৈতগানে কণ্ঠ দেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি। এর আগে বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গে গান করেছেন তিনি। গানটির শিরোনাম 'একজনই প্রিয়জন'। গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন চ্যাটার্জি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন ইমরান। এ গানের মিউজিক ভিডিওতে ভারতের জনপ্রিয় মডেলরা অংশ নেন। দৃশ্যায়ন হয় কলকাতার বিভিন্ন লোকেশনে। এর আগে ২০১৮ সালে ইমরানের 'মেঘের ডানায়' গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা দিয়েছিলেন ভারতের অভিনেত্রী দর্শনা বণিক। গানটির কথা ও সুর সৈয়দ নাফিসের। সংগীতায়োজনে ছিলেন সৈয়দ নাফিজ ও শুভ্র রাহা। এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী। ভারতের ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সুশাভান দাস। পুরো গানের দৃশ্যধারণ হয় কলকাতার বিভিন্ন লোকেশনে। গানটি প্রকাশ করে ধ্রম্নব মিউজিক স্টেশন। একই বছরে ধ্রম্নব মিউজিক স্টেশন প্রকাশ করে 'তোমার উঁকি ঝুঁকি' শিরোনামের একটি গান। তারিক তুহিনের কথায় গানটির সুর করেন আহম্মেদ হুমায়ুন আর সংগীতায়োজনে ছিলেন তারিক আল ইসলাম। কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেন পরিচালক অরিত্র কর্মকার। এ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন অভিনেত্রী রাইমা সেন ও বাংলাদেশের অভিনেতা অপূর্ব। তাদের সঙ্গে ছিলেন ধ্রম্নব গুহ।