শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

'পুতুল নাচের ইতিকথা'র কুসুম হচ্ছেন জয়া

বিনোদন রিপোর্ট
  ২১ জানুয়ারি ২০২২, ০০:০০

এপার বাংলার আলোকিত তারকা এখন ওপার বাংলাতেই বেশি দু্যতি ছড়াচ্ছেন। বলা চলে বাংলাদেশের চলচ্চিত্র ছেড়ে বর্তমানে টালিগঞ্জের সিনেমাতেই থিতু হয়েছেন এ মডেল-অভিনেত্রী। তবে তথাকথিত বাণিজ্যিক সিনেমায় নয়, সেখানকার মনস্তাত্ত্বিক কিংবা সাহিত্যনির্ভর সিনেমাতেই একের পর এক অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা' অবলম্বনে নির্মিতব্য সিনেমার কুসুম চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। সিনেমার নামও রাখা হয়েছে 'পুতুলনাচের ইতিকথা'। সুমন মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় জয়ার সঙ্গে শশীর চরিত্রে রয়েছেন আবীর এবং কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।

২০০৮ সাল থেকে সিনেমাটির পরিকল্পনা চললেও উপন্যাসের স্বত্ব এবং বাজেট সংক্রান্ত জটিলতার কারণে এতদিন ঘোষণা দেওয়া সম্ভব হয়নি বলে জানান পরিচালক সুমন মুখোপাধ্যায়। তিনি বলেন, এই সিনেমাটির জন্য দুটো বিষয় খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি সিনেমার বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই সমন্বয়টা করতে পারবেন। প্রযোজক সমীরণ দাস বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। সিনেমার শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না।'

সিনেমার আবহসঙ্গীতের দায়িত্বে থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ছবিতে তিরিশের দশকের শেষের দিক থেকে চলিস্নশের দশকের শুরু পর্যন্ত ফ্রেমবন্দি হবে। পরিচালক জানান, 'মূল উপন্যাসে সময়টা আরও পেছনে ছিল, আমি খানিকটা এগিয়ে এনেছি। তাছাড়া উপন্যাসের সব কিছু ছবির চালচিত্রে ধরানো সম্ভব নয়। দুটি মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি। এতে শশীর অংশটা বেশি গুরুত্ব পাচ্ছে। আমার মতে, মানিকবাবুর সৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটা চরিত্র।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে