সা ক্ষা ৎ কা র

এই শীতে হাতে গুনে ৩০ টি শো করব

ক্লোজ-আপ তারকা হিসেবে সঙ্গীতাঙ্গনে আগমন করলেও বতর্মানে ফোক গানের শিল্পী হিসেবেই এক নামে পরিচিত রিংকু। ফোক গান দিয়ে দেশ-বিদেশের অগণিত ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মাঝখানে অসুস্থতার কারণে সংগীতাঙ্গন থেকে দূরে ছিলেন। সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গেÑ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
রিংকু
বতর্মান ব্যস্ততা... অসুস্থতার জন্য আমি গান থেকে দূরে সরেছিলাম। এরপর আমার বড় ভাই স্ট্রোক করে মারা যাওয়াতে বেশ শঙ্কায় ছিলাম। তাই কিছুদিন বিশ্রাম নিয়ে কয়েক দিন ধরে গানে ফিরেছি। এর আগে চিকিৎসার জন্য বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। গত শুক্রবার এশিয়ান টিভিতে শো করার পর আবার শনিবার এনটিভিতে একটি লাইভ শো করলাম। এ ছাড়াও ডাক্তারের পরামশের্ প্রতি মাসে দুই-তিনটার বেশি স্টেজ শোতে কাজ করছি। তবে এই শীতের মৌসুমে হাতে গুনে ৩০টি শো করব। এর বেশি কাজ করব না। নিজের গান নিয়ে... এখনো প্রচুর গান শুনি আর গান নিয়ে ভাবি। আমি একটা গান করার আগেই দশর্কশ্রোতাদের নিয়ে বেশি ভাবি, তারা যে টাইপের গান আমার থেকে আশা করে আমি সেটি দেয়ার চেষ্টা করি। এছাড়াও নিজেই একটা স্টুডিও দিয়েছি। বেশি চেষ্টা করি নিজের স্টুডিতেই সময় দেয়ার। সামনে আরও কিছু গান করার সম্ভাবনা আছে। এছাড়া দেশীয় প্যানেলের পাশাপাশি ম্যাক সেটাপ বসানোর চেষ্টা চলছে। প্রাপ্তি-অপ্রাপ্তি... আমার কোনো অপ্রাপ্তি নেই। সবই প্রাপ্তি বলতে পারেন। দশর্ক-শ্রোতাদের এত পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা বলে প্রকাশ করা সম্ভব না। অনেক সময় ভক্তদের ফোনের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাই। পাশাপাশি এটাও বিশ্বাস করি, আমার গান শ্রোতারা ভালোবাসে বলেই আমি আজকে সবার কাছে সমাদৃত। আবার অনেকেই তো আমাকে ফোক গানের সম্রাট উপাধি দিয়ে ফেলেছেন। এর চেয়ে জীবনে বড় প্রাপ্তি আর কী হতে পারে! আবার কোথাও কোথাও স্টেজ শোতে কানায়-কানায় দশর্ক উপস্থিতি দেখি। এই বিষয়গুলোই আমাকে মুগ্ধ ও অনুপ্রাণিত করে। এভাবেই দশর্ক-শ্রোতার ভালোবাসা নিয়ে আজীবন গান গেয়ে যাব। সংগীত নিয়ে ভাবনা... আমাদের দেশে প্রযুক্তি অনেক এগিয়ে। আর প্রতিটি গানের সঙ্গে ভিডিও নিমার্ণ করেই ইউটিউবে প্রকাশ করা হয়। বিষয়টা খুবই ইতিবাচক। তার পাশাপাশি কিন্তু ক্ষতিও আছে। আমার কেন জানি এগুলো ভালো লাগে না। বিষয়টা আমার সঙ্গে কেন যেন যায় না। ইদানীং ইউটিউবে প্রকাশ করা একঝলক দেখেই জনপ্রিয়তার শীষের্ চলে আসে। কিন্তু তা মানুষের মুখে মুখে অল্প সময়ের জন্য শুনলেও পরে গানটি আর খুঁজে পাওয়া যায় না। আমি যেসব গান করি, সেগুলো গ্রাম-বাংলার মানুষের জন্য। আর আমি নতুন প্রযুক্তির সঙ্গে এখনও মানিয়ে নিতে পারিনি। তাই ভিডিও গানের দিকে বেশি তাগিদ দেয়া হয় না। তবে পরবতীের্ত চেষ্টা করব প্রতিটি গান ভিডিও আকারে বাজারে দেয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা... আমি যেহেতু ফোক গান বেশি করি। আর দশর্কশ্রোতা প্রিয়রাও আমার থেকে ফোক-বাউল গানে বেশি আশা করে। আর আমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা চাই। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আরও ভালো ভালো গান উপহার দিতে পারি। তাই আমি বেশি ফোক গান করার চেষ্টা করব। আমার সব ভক্ত শ্রোতাকে একটি কথাই বলব, বেশি বেশি বাংলা গান শুনুন আর আমাদের দেশীয় সংস্কৃতি ধরে রাখুন।