‘ইত্যাদি’র শুটিংয়ের খবরে উৎফুল্ল সুনামগঞ্জ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
সুনামগঞ্জে প্রস্তুত হচ্ছে ‘ইত্যাদি’ দৃশ্যায়নের মঞ্চ
দেশের উত্তর পূবর্ দিগন্তের সুনামগঞ্জ জেলার উত্তরে মেঘালয় পাহাড় ঘেঁষা আর স্বচ্ছ নীল জলের লম্বাটে শহিদ সিরাজ লেকে ইত্যাদির দৃশ্যায়ন হবে আজ সোমবার। সেই লক্ষ্যেই ইত্যাদির কতৃর্পক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শহীদ সিরাজ লেকের উত্তরে সবুজ ছোট টিলার পাশেই হাওর। পশ্চিমে টেকেরঘাট খনিজ প্রকল্পের পরিত্যক্ত দৃষ্টিনন্দন স্থাপনা ও ক্যাম্পাস এবং পূবের্ বাংলাদেশ ও ভারত জিরো পয়েন্ট বড়ছড়া এলাকা। প্রকৃতি সুন্দর এমন একটি স্থানেই বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃষ্টিনন্দন সেট তৈরি করেছেন ফাগুন অডিও ভিশনের কণর্ধার বিখ্যাত উপস্থাপক হানিফ সংকেত। তারা এমন একটি দৃষ্টিনন্দন স্থান বাছাইয়ের জন্য ইত্যাদি টিমকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে এই খবরে উৎফুল্ল তাহিরপুর উপজেলাসহ গোটা সুনামগঞ্জ জেলার সবর্স্তরের মানুষ। এ উপলক্ষে বিশেষ সাড়া পড়েছে জেলাজুড়ে। জানা গেছে, গত বছর থেকেই ইত্যাদি টিমের সহকারীরা সুনামগঞ্জের গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সহযোগিতা নেন স্থান নিধার্রণের। তখন সুনামগঞ্জের সাংবাদিক শামস শামীমসহ কয়েকজন গণমাধ্যমকমীর্ শহিদ সিরাজ লেকসহ কয়েকটি স্থানের নাম দেন। সংশ্লিষ্টরা সরেজমিন ঘুরে পবতীের্ত শহীদ সিরাজ লেককেই চূড়ান্ত করেন। তাহিরপুর উপজেলা নিবার্হী অফিসার পূণের্ন্দু দেব বলেন, প্রশাসনিক অনুমতি শেষে ইত্যাদি পরিচালনার জন্য শহিদ সিরাজ লেক চূড়ান্ত করেছেন সংশ্লিষ্টরা। আমরা তাদের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তাহিরপুর থানার ওসি নন্দন কান্দি ধর জানান, ইত্যাদি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি।