লাইফ সাপোটের্ আমজাদ হোসেন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আমজাদ হোসেন
হঠাৎ করেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন দেশের গুণী চলচ্চিত্র নিমার্তা ও অভিনেতা আমজাদ হোসেন। বতর্মানে রাজধানীর ইমপালস হাসপাতালে লাইফ সাপোটের্ আছেন তিনি। গত রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। তিনি বলেন, হঠাৎ করেই স্ট্রোক করেন আমজাদ হোসেন। এখনই কিছু বলা যাচ্ছে না। তার ব্যাপারে চিকিৎসকরা ভালো বলতে পারবেন। এদিকে আমজাদ হোসেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন। তার অসুস্থতার খবরে টিভি ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ভিড় করেন হাসপাতালে। আমজাদ হোসেন একাধারে অভিনেতা, পরিচালক হিসেবে খ্যাতি অজর্ন করেছেন। তিনি ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে সিনেমায় পা রাখেন। পরবতীর্ সময়ে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আগুন নিয়ে খেলা’ (১৯৬৭)। পরে তিনি নয়নমণি (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে (১৯৮৪) সিনেমা নিমার্ণ করে প্রশংসিত হন।