শিল্পকলায় আজ ‘কনডেমড সেল’

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আজ সন্ধ্যা ৭টায় প্রদশির্ত হবে প্রাঙ্গণেমোর-এর নাটক ‘কনডেমড সেল’ নাটিকটি। অনন্ত হীরার রচনায় নাটকটিতে অভিনয় করছেন নূনা আফরোজ, অনন্ত হীরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ, সুজয়সহ অনেকে। ‘কনডেমড সেল’ নাটকে ঘটনা প্রবাহ এবং সকল চরিত্র কাল্পনিক। এ নাটকের ঘটনা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন নানা রকম উপজীব্য। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি ববর্র হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর নরঘাতক রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা, নারী ধষের্ণর নিমর্মতা, অত্যাচার আর সব মানবিক অপরাধ সংঘটিত হয়েছে তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ নাটকের ঘটনাসমূহ। কিছু খÐচিত্রের নাট্য নিমার্ণ ব্যতীত নাটকের বাদবাকি ঘটনার পরম্পরা বয়ে নিয়ে যায় যেসব চরিত্র তারা সবাই কাল্পনিক। নাটকের সকল ঘটনা প্রবাহ সংঘটিত হবে কারা অভ্যান্তরে ‘কনডেমড সেল’-এ। কারাবিধি বা রীতি অনুযায়ী যেখানে শুধু মৃত্যুদÐপ্রাপ্ত কয়েদিরা থাকে।