শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নায়ক রাজের জন্মবার্ষিকী আজ

বিনোদন রিপোর্ট
  ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০

বাংলাদেশের সিনেমার সব বয়সি দর্শকের প্রিয় নায়ক ছিলেন নায়করাজ রাজ্জাক। প্রয়াত বরেণ্য সাংবাদিক আহমেদ জামান চৌধুরী খোকা রাজ্জাকের উপাধি দিয়েছিলেন 'নায়ক রাজ'। আজ এই তারকার আশিতম জন্মবার্ষিকী। ১৯৪২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মদিনের দিন ফজরের নামাজ পড়ে ছোট ছেলে সম্রাট চলে যান বনানীতে কবরস্থানে। সেখানে বাবার কবরের পাশে বসে কিছুটা সময় কোরআন তেলওয়াত করেন এবং এরপর দোয়া করেন। সম্রাট বলেন, 'বাবার জন্মদিনে পারিবারিকভাবেই অসহায় এতিমদের খাওয়ানো হয়ে থাকে। মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এটা প্রতি বছরই করা হয়। আব্বার মৃতু্যর পর থেকে একটি মাদ্রাসায় প্রতি মাসেই আব্বার নামে অর্থ দেওয়া হয় এবং বিশেষ বিশেষ দিনে খাবারও দেওয়া হয়, পোশাকও দেওয়া হয়। সত্যি বলতে কী, আব্বাতো আমাদের ছেড়ে চলে গেলেন। তাই তিনি চলে যাওয়ার পর কষ্টটা আমাদের মতো করে অনুধাবন করার কেউ নেই। করতেও পারবেন না। চলচ্চিত্রের বর্তমান ক্রান্তিকালে আব্বাকে খুব মিস করি। দোয়া করবেন সবাই যেন আলস্নাহ আব্বাকে বেহেস্ত নসীব দান করেন।'

সম্রাট আরও জানান, আজ সকালে আব্বাকে ঘিরে জরুরি একটি কাজে তিনি ফিল্ম আর্কাইভে যাবেন। বাবারই নির্দেশনায় সিনেমায় সম্রাটের অভিনয়ে অভিষেক হয়েছিল 'আমি বাঁচতে চাই' সিনেমার মধ্য দিয়ে। আর তার বড় ভাই বাপ্পারাজেরও সিনেমায় অভিষেক হয় বাবারই নির্দেশনায়। সেই ছবির নাম ছিল 'চাপা ডাঙ্গার বউ'।

রাজ্জাকের প্রথম অভিনীত সিনেমা জহির রায়হান পরিচালিত 'বেহুলা'। প্রথম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়েই আলোচনায় আসেন তিনি। এরপর বহু দর্শকপ্রিয় সিনেমা তিনি দর্শককে উপহার দিয়েছেন। শত শত সিনেমাতে নিজের চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি হয়ে ওঠেন নায়কদের রাজা নায়ক রাজ রাজ্জাক। সবার প্রিয় সেই নায়ক ২০১৭ সালের ২১ আগস্ট হঠাৎ করেই মারা যান। তার আকস্মিক মৃতু্যতে চলচ্চিত্রাঙ্গনে গভীর শোক নেমে আসে। টেলিভিশন চ্যানেলগুলোতে তাকে নিয়ে নানান ধরনের আলোচনা অনুষ্ঠান হয়। নায়ক রাজকে নিয়ে অনেক কিছু করার প্রতিশ্রম্নতি দিয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ আরো নানান সংগঠন। কিন্তু সময় গড়িয়ে যায়, ভুলে যায় সংগঠনগুলো নায়ক রাজকে

নিয়ে প্রতিশ্রম্নতির কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে