সা ক্ষা ৎ কা র

প্রথম কাজ হবে কর্মপরিবেশ তৈরি করা

আহসান হাবিব নাসিম- ছোট পর্দার আলোচিত অভিনেতা। অভিনয়ের পাশাপাশি একজন সংগঠক হিসেবেও তার সুনাম রয়েছে। টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘ'র পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এই নেতা এবার লড়ছেন সভাপতি পদে। নির্বাচন ও সমসাময়িক নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
আহসান হাবিব নাসিম
নির্বাচনী পরিবেশ... বরাবরই শিল্পী সংঘের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়। আমাদের নির্বাচন প্যানেলভিত্তিক হয় না, তাই দলাদলিও নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিল্পীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা বজায় রেখে এক আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিনটা সবার অংশগ্রহণে এক উৎসবে পরিণত হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আমাদের নির্বাচনী স্স্নোগান হচ্ছে 'জিতবে ২১, হারবে না কেউ'। এই স্স্নোগান জানান দিচ্ছে আমরা সবাই সবার। বৈশ্বিক পরিবেশে... করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টা আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। কেউ যাতে বিব্রতবোধ না করেন সে জন্য সামাজিক দূরত্ব বজায়সহ সব নিয়ম মেনে ভোটগ্রহণ চলবে। সাধারণ সম্পাদক থেকে সভাপতি প্রার্থী... ২০০৯ সালে যখন আলী যাকেরকে সভাপতি এবং তুষার খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। তখন আমি 'অভিনয় শিল্পী সংঘ'র দপ্তর সম্পাদক ছিলাম। এরপর ২০১৬ সালে মামুনুর রশিদকে আহ্বায়ক করে কমিটি হয়েছিল সেখানে আমি সদস্য হিসেবে ছিলাম। ২০১৭-২০১৯ এবং ২০১৯-২০২১ সালে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই। এবার সভাপতি প্রার্থী হয়েছি। নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বী, আমারও প্রতিদ্বন্দ্বী রয়েছে। তবে বিষয়টি নিয়ে আমি চিন্তিত নই। এবারের প্রত্যাশা... অভিনয় শিল্পী সংঘের শুরু থেকেই আমি শিল্পীদের পাশে আছি। পরপর দু'বার এই সংঘের সাধারণ সম্পাদক হিসেবে আমি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। শিল্পীদের নানান সমস্যায় নিজের কাজকে পাশে রেখে শিল্পীর সমস্যাকে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করেছি। গত দুই সেশনে অনেক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রতিটি শিল্পী আমার পরিবারের সদস্যর মতো হয়ে গেছে। তারা সবাই আমাকে অনেক ভালোবাসেন, কাছের মনে করেন। সবার ভালোবাসায় আমি আশাবাদী তারা আমার উপর আস্থা রাখবেন। বিজয়ী হলে... দায়িত্বেই দায়িত্বশীলতা তৈরি হয়। বিগত কমিটির চেষ্টায় শিল্পীরা একই পস্ন্যাটফর্মে আসার সুযোগ পেয়েছে। আগামীতে এই পস্ন্যাটফর্মকে আরও শক্তিশালী করতে চাই। শিল্পীরা যাতে তাদের সব মতামত ব্যক্ত করতে পারেন। তাদের সমস্যা সমাধান ও আস্থার জায়গা তৈরি করতে হবে। তবে প্রথম কাজ হবে কর্মপরিবেশ তৈরি করা। কারণ শিল্পীরা নানা সমস্যায় ভোগেন। তাদের অধিকার নিশ্চিত করতে হবে। \হ \হঅভিনয়ে... আপাতত চলতি মাসে কোনো অভিনয় করছি না। এর আগে বেশ কিছু কাজ শেষ করেছি। এখন নির্বাচন নিয়ে ব্যস্ততা চলছে। নির্বাচনের পর আবার অভিনয়ে ফিরব।