ভালোবাসা দিবসের নাটকে ব্যস্ত মেহজাবীন

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

বিনোদন রিপোর্ট
নভেম্বরে ঘোষণা দিয়ে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিরতি কাটিয়ে সম্প্রতি লাইট-ক্যামেরায় ফিরেছেন তিনি। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ভালোবাসা দিবসের নাটকে। বছর শুরুতে তিনি অভিনয়ে করেন মাহমুদুর রহমান হিমির পরিচালনায় 'পার্থক্য' নাটকে। ভালোবাসা দিবসের এই নাটকে মেহজাবীন অভিনয় করেন তৌসিফের বিপরীতে। দুই প্রজন্মের গল্প নিয়ে এর কাহিনী। ২০ বছর আগের এবং এখনকার সময়ের সম্পর্কের গল্প নিয়েই এই নাটক। দুই প্রজন্মের মধ্যে সম্পর্ক, প্রেম-ভালোবাসার পার্থক্যটা দেখানোর চেষ্টা করা হয়েছে এ নাটকে। এ নাটকের নামকরণ করেছেন মেহজাবীন। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। দুই বছরেরও বেশি সময় পর রাজের সঙ্গে কাজ করলেন এই অভিনেত্রী। নাটকের নাম 'কাজল'। বাবা ও মেয়েকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর গল্প। কাজল বেশ আত্মবিশ্বাসী মেয়ে। নাটকে নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। তার বাবার চরিত্রে আছেন তারিক আনাম খান। ঘরে-বাইরে বাবা-মেয়ের সম্পর্কের বিভিন্ন বাঁক থাকছে এতে। নাটক প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, 'এটি ভালোবাসা দিবসের নাটক। সাধারণত এই বিশেষ দিনে প্রেমিক-প্রেমিকার ভালোবাসার কথা বলা হয়। আমি ভাবলাম, বাবা-মেয়ের ভালোবাসার গল্প বলব। তারিক আনাম ভাই ও মেহজাবীন আমার মনের মতো অভিনয় করেছেন এই নাটকে। বাকিটা দর্শকদের ওপর নির্ভর করছে।' নাটকটির জন্য মেয়ের দৃষ্টিকোণ থেকে বাবাকে নিয়ে একটি গান বানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। আগামী ১৪ই ফেব্রম্নয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে 'কাজল'। বরাবরের মতো এবারও আসছে ভালোবাসা দিবসের নাটকে থাকছে মেহজাবীন। তিনি জানান, নতুন-পুরনো মিলিয়ে বেশ কিছু ভালোবাসা দিবসের নাটকে দেখা যাবে তাকে। এরই মধ্যে একাধিক নতুন নাটকের কাজ শেষ করেছেন। হাতে আছে আরও কয়েকটি চিত্রনাট্য।