কে কী বললেন

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০

বিনোদন রিপোর্ট
শবনম বুবলী
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গতকাল শুক্রবার। এই নির্বাচনের মাধ্যমে নিয়মিত শিল্পীদের পাশাপাশি অনেকদিন পর প্রিয় এফডিসিতে দেখা গেল অনিয়মিত বেশ কয়েকজন সিনিয়র-জুনিয়র অভিনয়শিল্পীকে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই নির্বাচনকে ঘিরে দিনভর ছিল তারকাদের আড্ডা। ভোট দিতে এসে প্রিয় মানুষদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি প্রকাশের পাশাপাশি তারা ব্যক্ত করেছেন বিভিন্ন কথা। দুপুর ১টার সময় এফডিসিতে আসেন 'ঢালিউড কুইন'খ্যাত তারকা অপু বিশ্বাস। তিনি বলেন, 'আজ এফডিসিতে প্রবেশ করে খুব শান্তি পেয়েছি। শুধু শিল্পী আর সাংবাদিক ভাইবোনেরা আছেন। শান্তিপূর্ণ নির্বাচন। আরামে ভোট দিয়েছি। এটা কোনো কাটাকাটি বা মারামারির নির্বাচন নয়। আমার মনে হলো মিলনমেলায় এসেছি। যারা ভোটে অংশ নিচ্ছেন প্রতিটি শিল্পীর সাথে আমি কাজ করেছি। এটা আমার সৌভাগ্য। যারা জয়ী হবেন তারা যেন নেতৃত্বের জায়গায় ঠিক থাকেন। কিন্তু ভোট নিয়ে কাদা ছোড়াছুড়ি করা আমার কাছে কাম্য নয়'। কড়া নিরাপত্তা নিয়ে অপু বিশ্বাস বলেন, 'অনেকেই এত কড়াকড়ি দেখে মন খারাপ করছেন। আমি বলব এটাই ভালো হয়েছে? করোনার কথা মাথায় রাখতে হবে।' একই সময়ে মেয়ে চিত্রনায়িকা মুক্তিকে নিয়ে ভোট দিতে আসেন বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা। এ সময় মুক্তি বলেন, 'অনেকদিন পর এফডিসিতে এলাম। খুব ভালো লাগছে। উৎসবমুখর পরিবেশ। অনেকের সঙ্গে দেখা হচ্ছে। ভালো লাগছে। আমরা চাই সুন্দর একটা নেতৃত্ব। সবাই মিলেমিশে যেন শিল্পীদের উন্নয়ন করে, শিল্পীদের বিপদ আপদে ছুটে যায় এমন নেতৃত্ব চাই।' আনোয়ারা বলেন, 'ভোট দিতেই তো আসা হয় এখন। এসেছি। ভালো লাগছে।' চিত্রনায়িকা বুবলী বলেন, যারাই ভোটে প্রার্থী হয়েছেন, সবাই আমাদের সিনিয়র, আপন মানুষ। ভোট দেওয়ার সময় শিল্পীদের জন্য সত্যিকার অর্থে যারা কাজ করবেন, তাদের কথা মাথায় ছিল। যেই জয়ী হোক না কেন, নির্বাচনের পর সবাই একত্রে কাজ করবেন বলে আমার বিশ্বাস। সব মিলিয়ে ভোট দেওয়ার পর একটা ভালো লাগা কাজ করছে। নির্বাচনে নানা অভিযোগ শোনা গেছে, আমি মনে করি এগুলো নির্বাচনের পর আর থাকবে না।'