শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেব্রম্নয়ারিতে মিমের হানিমুন

বিনোদন রিপোর্ট
  ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০

স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হওয়ায় হানিমুনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ১১ জানুয়ারি মালদ্বীপের উদ্দেশে তাদের দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু তার দুইদিন আগে সনির করোনা পজিটিভ ধরা পড়ে। হানিমুন ছাড়াও স্থগিত হয়ে যায় মিমের একাধিক অনুষ্ঠান। শুটিং থেকেও থাকেন দূরে। অনেকটাই জনসম্মুখের আড়ালে চলে যান মিম। গণমাধ্যমেও সেভাবে কথা বলেননি। তবে এবার সংসার জীবন ও হানিমুনের খবর জানালেন এই অভিনেত্রী। শুক্রবার শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোট দিতে এসে মীম জানান ফেব্রম্নয়ারিতে হানিমুন করবেন। তিনি বলেন, 'নতুন জীবনে পা ফেলার সঙ্গে সঙ্গে আদর-স্নেহ আর ভালোবাসার মানুষ বেড়েছে। বরের পরিবারের সবাই খুব ভালোবাসেন। হানিমুনে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। আগামী মাসেই হানিমুনে যাব।' এ সময় মিমের পরনে ছিল লাল শাড়ি, কপালে সিঁদুর, গলায় গহনা। এই অভিনেত্রী আরও বলেন, 'সব সময় আমার সঙ্গে মা থাকেন। তাকে নিয়ে ভোট দিতে এসেছি। আমার স্বামী আসেনি। নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসব না এটা কী হয়!'

নতুন বছরের চতুর্থদিনে সবাইকে চমকে দিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেন মিম। স্বামী সনি পোদ্দার পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিলস্নায়। বিয়ের তিন দিন পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম। সেখানে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই সময়ে মীম নিজেই বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করেন তার ফেসবুক পেইজে। বিয়ের ছবি ছাড়াও মান্না দে এবং লতা মুঙ্গেশকরের গাওয়া 'কে প্রথম কাছে এসেছি' এর চার লাইন শেয়ার করে শুভ কামনা প্রার্থনা করেন মিম। তিনি লিখেন, 'শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।'

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা হয়ে শোবিজে আগমন হয় মিমের। একই বছরে হুমায়ূন আহমেদ পরিচালিত 'আমার আছে জল' চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। 'জোনাকির আলো' চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন মিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে