শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবেগে ভাসছেন সাব্বির

বিনোদন রিপোর্ট
  ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০

চিত্রপরিচালক হিসেবে অভিষেকের আজ এক মাস পূর্ণ টিভি অভিনেতা সাব্বিরের। গত মাসের ৩১ তারিখে মুক্তি পায় তার প্রথম পরিচালনার সিনেমা 'রাত জাগা ফুল'। মুক্তির পর থেকেই সিনেমাটি আশাতীত সাফল্য এনে দেয় তাকে। করোনা ও শীতের তীব্র প্রকোপ উপেক্ষা করে দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করছেন। বিশেষ করে গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলীর ভিন্নতার কারণে দর্শকের প্রশংসায় ভাসছে সিনেমাটি। শুধু তাই নয়- নতুন বছরের প্রথম মাসেই দুটি পৃথক সংগঠন কর্তৃক 'রাত জাগা ফুল' বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে। ২২ জানুয়ারি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি 'বাবিসাস' থেকেই সাতটি ক্যাটাগরিতে সেরা পুরস্কার অর্জন করে সিনেমাটি। এ ছাড়া ২৮ জানুয়ারি 'বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড' মীর সাব্বিরকে সেরা পরিচালক ও সেরা অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কৃত করে।

দর্শকের ভালোবাসা ও দুই সংগঠনের পুরস্কারে আবেগে ভাসছেন মীর সাব্বির। তিনি বলেন, আজ আমার সিনেমা মুক্তির একমাস পূর্ণ হলো। এই এক মাসের মধ্যেই আমি বাবিসাস থেকে সাতটি ক্যাটাগরিতে এবং আরেকটি থেকে দুটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছি। বিষয়টি আমাকে সত্যিই ভীষণ আবেগাপস্নুত করেছে। যেকোনো পুরস্কারই অনেক বড় স্বীকৃতি, অনেক সম্মানের। আমি ভীষণভাবে কৃতজ্ঞ যারা আমাকে, আমার সিনেমাটিকে নানান ক্যাটাগরিতে পুরস্কৃত করেছেন। আমি ভীষণভাবে অনুপ্রাণিত আগামীতে আরও ভালো কাজ করার। সত্যিই বলছি, দায়িত্ব অনেক বেড়ে গেছে আরও ভালো কাজ করার। 'রাত জাগা ফুল' দর্শকের কাছে থেকে এবং আমার কর্মক্ষেত্রের বিভিন্ন মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা এনে দিচ্ছে, তা আমাকে প্রতিমুহূর্তেই অভিভূত করছে। আমি সিনেমার পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।'

এদিকে শুক্রবার বগুড়ার মধুবন সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। আগামী ১ ফেব্রম্নয়ারি বগুড়া যাবেন মীর সাব্বির দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে। এরই মধ্যে সিনেমাটি উপভোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি সিনেমাটি দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান জানান। দর্শকের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে নতুন একটি ঘোষণা দিয়ে মীর সাব্বির বলেন, 'আগামী ভালোবাসা দিবসে রাজধানীর যমুনা বক্লবাস্টারে যে সব দর্শক একটি টিকিট কিনবেন, তার সঙ্গে আরেকটি টিকিট ফ্রি পাবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে