ফারিয়া-পরীমণির দ্ব›দ্ব

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ফারিয়া শাহরিন
বাংলালিংকের একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে শুরুতেই সবার নজরে আসেন ফারিয়া শাহরিন। পড়ালেখার জন্য মিষ্টি হাসির মেয়েটি হঠাৎই দূরে সরে যান সব কিছু থেকে। মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মাকেির্টং-এ লেখাপড়া করছেন এই মডেল। তবে ফঁাকে ফঁাকে দু-একটি নাটকে কাজ করেছেন তিনি। স¤প্রতি ফারিয়ার নিজের ফেসবুকে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে পুরনো কিছু ছবি ও কিছু আপত্তিকর লেখা লিখে পোস্ট করেন। ইতিমধ্যে ছবি ও লেখা ঘিরে আলোচনার ঝড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এ ছাড়াও টিভি অভিনেত্রী নাফিজাকে টেনে এনেছিলেন তিনি। এর আগে এই মডেল জান্নাতুল নাঈম এভ্রিলকে নিয়ে এমনটিও বলেছিলেন, ‘যা দেখলাম গ্রামের মেয়েগুলাই বেশি স্মাটর্। আগে দুই-তিনটা বিয়ে করে কী সুন্দর মুখের উপর বলে দেয় আমি বিয়ে করি নাই। কাবিন, ভিডিও, ছবি থাকার পরও একবার মনে হয় না, সব কিছু সবাই জেনে যাবে একদিন। জেনে যাওয়ার পরও দেখি খুব আত্মবিশ্বাস নিয়ে বলে আসে এসব মিথ্যা! অনেক হাসি পেল। অবশ্য এদের দোষ দিয়ে লাভ কী? আমাদের দেশের নায়িকারাই তো এদের আইডল।’ অন্যদিকে এ সময়ের হালের সাড়াজাগানো চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত প্রথম ছবি শাহ আলম মÐলের ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিষেক হন তিনি। এরপর নিজের অভিনয় দক্ষতায় দশর্ক ও পরিচালকদের নজরে চলে আসেন তিনি। এরপর সফিক হাসানের পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে বেশ দশর্ক জনপ্রিয়তা লাভ করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবি দিয়ে দশর্কদের হৃদয়ে স্থান করেও নিয়েছিলেন। যদিও অনেক আগেই তার বিয়ের ছবি সোস্যাল মিডিয়াতে প্রকাশ পেলেও তাতে তার কোনো মাথাব্যথা দেখা যায়নি। কিন্তু সেসব মাথায় না নিয়ে তার মিষ্টি হাসি দিয়েই দশের্কর হৃদয়ে স্থান করে নেন চিত্রনায়িকা পরীমণি। এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের। আমি অতীত বতর্মান নিয়ে কখনোই ভাবি না। সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করতে চাই। আমি সব সময়ই হাসতে জানি। আর এই মায়াবী হাসি দিয়েই হয়তো বহু তরুণের ঘুম কেড়ে নিয়েছে। অনেককে পাগল করে দিয়েছে তার হৃদয় নিংড়ানো হাসি। এই হাসির জন্যই নাকি তাকে সবচেয়ে বেশি বিড়ম্বনা পোহাতে হয়। উল্লেখ্য, সম্প্রতি ফারিয়া শাহরিন অভিনীত ও জীবন শাহদাৎ এর ‘বাকরখানি প্রেম’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে মুক্তি পেয়েছে।