আবারও বিজ্ঞাপনে মিথিলা

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মিথিলা
অভিনয়, গান কিংবা মডেলিংÑ কোনোটাকেই পেশা হিসেবে নেননি মিথিলা। পেশায় তিনি একজন শিক্ষা গবেষক। ১০ বছর ধরে তিনি ‘ব্র্যাক ইন্টারন্যাশনালে’র বেশ সুনামের সঙ্গেই চাকরি করছেন। ২০০৮ সালে মিথিলা ‘ব্র্যাকে’র শিক্ষা গবেষণা বিভাগে গবেষক হিসেবে যোগদান করেন। বতর্মানে তিনি ‘ব্র্যাক ইন্টারন্যাশনালে’র আলির্ চাইল্ড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কমর্রত। চাকরির পর যতটুকু সময় পান ততটুকুই ব্যয় করেন শোবিজে। এ কারণে নাটকে কিংবা বিজ্ঞাপনে হরহামেশাই দেখা যায় না তাকে। মাঝখানে বেশ কিছুদিন বিরতির পর সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন মিথিলা। সৈয়দ আপন আহসানের নিদের্শনায় আইএফআইসি ব্যাংকের নতুন সেবা ‘আমার অ্যাকাউন্টে’র বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। মিথিলা বলেন, ‘রাজধানীর কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। শুটিংয়ের পুরোটা সময় ত্রপা মজুমদার আপা আমার সঙ্গে ছিলেন। যে কারণে গল্পে গল্পে বেশ ভালো সময় কেটেছে। তা ছাড়া আপন ভাই খুব মেধাবী একজন নিমার্তা। তার নিদের্শনায় কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। পুরো ইউনিটের আন্তরিকতায় আমি মুগ্ধ। বিজ্ঞাপনটি নিয়ে আমি খুব আশাবাদী। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানালেন নিমার্তা সৈয়দ আপন আহসান। বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে কাজ করেছে ‘এক্সপ্রেসন’।