সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
চলচ্চিত্রে ফিরছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম বিনোদন রিপোটর্ একসময় দেশীয় চলচ্চিত্রে ‘মাশার্ল আটর্’ নিভর্র ছবি করে নতুনধারা তৈরি করেছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। ক্যারাটে মাস্টার, লড়াকু, মাস্টার সামুরাই, পেশাদার খুনী, কুংফু কন্যা, কুংফু নায়ক, ওস্তাদ সাগরেদ, প্রেমিক রংবাজ এসব ছবি করে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। ২০০০ সালের পরবতীর্ সময়ে চলচ্চিত্রে যখন অশ্লীলতা গ্রাস করে তখন তিনি ধীরে ধীরে দূরে সরে যান চলচ্চিত্র থেকে। তবে দীঘির্দনের বিরতি ভেঙে আবার চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক ওস্তাদ জাহাঙ্গীর আলম। মাশার্ল আটের্র ছবি নিয়েই চলচ্চিত্রে ফিরছেন তিনি। ওস্তাদ জাহাঙ্গীর আলম বলেন, শিগগির আবার চলচ্চিত্রে আসছি। বতর্মানে নতুন ছবির গল্প ও চিত্রনাট্যের কাজ চলছে। জানুয়ারি মাসের শুরুতেই ছবির কাজ শুরু হবে। ছবির গল্পে মাশার্ল আটের্ক বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘ডিজিটাল প্রেম’। আমি নিজেই প্রযোজনা, পরিচালনা এবং অভিনয় করব। ডিসেম্বরে বাকি শিল্পীদের চ‚ড়ান্ত করব। তিনি বলেন, মাশার্ল আটের্র ছবি বানাতে পারলে চলবে। সেখানে শিক্ষামূলক ও ফ্যামিলি ড্রামা রাখলে চলবে। যেখানে থেকে মানুষ বিনোদন পাবে এবং আত্মরক্ষার কৌশল জানতে পারবে। চলচ্চিত্রের মাশার্ল আটের্ গ্র্যান্ড মাস্টার পাওয়া ওস্তাদ জাহাঙ্গীর আলমের হাত ধরে রুবেল, ইলিয়াস কোবরা, ড্যানি সিডাক, শাহিন আলমসহ চলচ্চিত্রের অনেক নায়কই মাশার্ল আটের্র ব্যবহার শুরু করেন। ক্যাপ্টেনের নতুন গান বিনোদন রিপোটর্ সম্প্রতি রেকডর্ হয়েছে রাজধানীর জেবি স্টুডিওতে ‘ভালোবাসা মানে হলো বিশ্বাস’ এই ¯েøাগান নিয়ে মৌলিক ফোক ঘরানার গানের কাজ করছে যাযাবর ব্যান্ড ভোকাল ক্যাপ্টেন। গানটির কথা ও সুর করেছেন শিশির সাধক এবং মিউজিক করেছেন রোজেন। গানটি প্রসঙ্গে ক্যাপ্টেন জানায়, ‘ভালোবাসার কিছু বাস্তবতাকে ঘিরেই শিশির সাধকের কথা ও সুরটি আমার ভীষণ ভালো লাগা থেকেই এই গানটি গাওয়া। আর সব থেকে মজার ব্যাপার হলো আমাদের দেশের স্বনামধন্য মিউজিশিয়ানের মানুষগুলো এই গানটিতে বাজিয়েছেন।’ উল্লেখ্য, রানা সেকির স্ক্রিপ্টে ও সিনেমাটোগ্রাফিতে চমৎকার একটি গ্রাম্য প্রেমের গল্প দেখানো হবে এই গানটিতে। নতুন বছরকে সামনে রেখে দেশের প্রতিষ্ঠিত কোনো কোম্পানি থেকে গানটি রিলিজ করা হবে বলে জানা যায়। ৮০তম রজনীতে ‘শেষ সংলাপ’ বিনোদন রিপোটর্ সময় নাট্যদলের আলোচিত ২৯তম প্রযোজনা ‘শেষ সংলাপ’। ২০০৯ সালের ২৫ ডিসেম্বর প্রথম মঞ্চে আসে নাটকটি। আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ৮০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিসরের নাট্যকার তাওফিক আল হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নাটকটির নিদের্শনায় রয়েছেন আকতারুজ্জামান। নাটকটির গল্প প্রসঙ্গে নিদের্শক আকতারুজ্জামান বলেন, ‘‘মিসরের সুলতান উত্তরাধিকারী হিসেবে তার পালিত পুত্রকে সেনাধ্যক্ষ মনোনীত করেন। কিন্তু তার এ পুত্র ক্রীতদাস। দুভার্গ্যবশত সুলতান তার মৃত্যুকালে মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবতীের্ত সুলতানের উত্তরাধিকারিত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয় কিন্তু কীভাবে এই সমস্যার সমাধান হবে? আইনি পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে! কোন পথ বেছে নেবেন সুলতান? এই জটিল সমস্যার শৈল্পিক রূপ দেখা যাবে ‘শেষ সংলাপ’ নাটকের গল্পে।’’