একজন ভিট তারকা হিসেবেই তানিয়া বৃষ্টির যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘদিনের পথচলায় অভিনয়ে তানিয়া বৃষ্টি ধীরে ধীরে নিজেকে বর্তমানের অবস্থানে নিয়ে এসেছেন। অভিনয়ের সব মাধ্যমেই সরব রয়েছেন এই অভিনেত্রী। নির্মাতাদের কাছেও তার গ্রহণযোগ্যতা বাড়ছে। যেকোনো চরিত্রের জন্য তার ওপর আস্থা রাখছেন নির্মাতারা। নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তানিয়া বৃষ্টি গল্পনির্ভর ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সময়ের আলোচিত অনেক নির্মাতাই তাকে নিয়ে এখন কাজ করছেন। সম্প্রতি এই অভিনেত্রী একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৪০ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'অভিনেতা' আগামী ১০ ফেব্রম্নয়ারির পর ভারতের 'পুণে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল', 'সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল' ও 'সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল'-এ প্রদর্শিত হবে। 'অভিনেতা'র নির্মাতা রাকেশ বসু বলেন, 'তানিয়া বৃষ্টি খুব ভালো অভিনয় করে। অভিনেতা চলচ্চিত্রেও যথারীতি খুবই ভালো অভিনয় করেছে একজন ছাত্রীর ভূমিকায়। নির্মাতা হিসেবে আমি তার অভিনয়ে ভীষণ সন্তুষ্ট।' সাম্প্রতিক সময়ে তানিয়া বৃষ্টি অভিনীত মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'কম্পেয়ার' নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। গেল ৩১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ৫৭ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এছাড়াও সম্প্রতি প্রকাশিত 'প্যাক আপ', 'রকি ভাই', 'এক্স এল', 'জামাই আমার সেরা রাঁধুনী' নাটকেও তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এছাড়াও এরই মধ্যে 'আকাশ'র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও ইতিমধ্যে নতুন করে মডেল হিসেবে আলোচনায় এসেছেন তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি বলেন, 'আলহামদুলিলস্নাহ, আমি আমার অবস্থান নিয়ে সন্তুষ্ট। তবে এটা সত্যি অভিনয়ে এখনো আমি শিক্ষার্থী। প্রতিনিয়তই নতুন নতুন গল্পে, নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করে অভিনয় শেখার চেষ্টা করছি। আমার চলার পথে যারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সিনিয়র শিল্পীদের কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শিখেছি, অনেক পরিচালকও সহযোগিতা করেছেন। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, অনেক ভালোলাগা ভালোবাসা নিয়েই আগামীতে আরও ভালো ভালো কাজ করে যেতে চাই।'