সা ক্ষা ৎ কা র

ডিসেম্বরেই নতুন গান আসছে আমার

সময়ের আলোচিত সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। বতর্মানে সিনেমার গান, বিজ্ঞাপনের জিঙ্গেল, মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়াও ইউটিউবে শোভা পাচ্ছে সদ্য মুক্তি পাওয়া বেশ কয়েকটি মিউজিক ভিডিও। সববিষয়েই কথা হলো তার সঙ্গে-

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
হাবিব ওয়াহিদ
চলমান ব্যস্ততা... ব্যস্ততার মধ্য দিয়েই পার করতে হচ্ছে প্রতিটি দিন। নানামুখী কাজে জড়িয়ে পড়েছি। বতর্মানে মিউজিক ভিডিও নিয়েই বেশি ব্যস্ত আছি। নিজের ইউটিউব চ্যানেল থেকে ৬ ডিসেম্বর লুৎফুর হাসানের লেখা ‘নদী’ শিরোনামে একটি গান মুক্তি পাচ্ছে। এছাড়াও বাংলালিংকের বিজ্ঞাপনে কয়েকটি জিঙ্গেলের কাজও করছি। তবে আপাতত সিনেমার গান কম করছি। নিজের গানে প্রাপ্তি... ভক্তদের ভালোবাসাই বড় প্রাপ্তি। সংগীত পরিচালনা করলেও শ্রোতারা আমাকে কণ্ঠশিল্পী হিসেবেই চেনেন। আমার পরিবারের সকলেই প্রায় গানের মানুষ। আমার বাবাকে চেনে না এমন মানুষ তো ভাবাই যায় না। তবে প্রথম থেকে এ পযর্ন্ত দশর্কশ্রোতা যেভাবে আমাকে তাদের ভালোবাসায় আগলে রেখেছেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে। সবার ভালোবাসা নিয়েই সামনের দিনগুলোতে সফলতার সঙ্গে এগিয়ে যেতে চাই। ইউটিউব প্রসঙ্গে... ইউটিউব আমাদের জন্য অভিনব এক প্রচার-প্রচারণার জায়গা। এটাকে একইসঙ্গে ইতিবাচক এবং প্রতিযোগিতার ক্ষেত্র বলে মনে করি আমি। আমরা জানি একটি মিউজিক ভিডিও কীভাবে তৈরি হয়। যা খরচ হয় সেই অথের্ খরচ উঠে আসা কঠিন। এছাড়া বতর্মানে ঢাকঢোল বাজিয়ে অনেকেই বাজার ধরে রাখার চেষ্টা করছেন। তারা আবার হঠাৎ করে চলেও যাচ্ছেন। কেউ কিন্তু ভাবছেন না দেশের মানুষ গান বোঝে, গান ভালোবাসে। তবে আমার মনে হয় যারা ভালো করবে তারাই টিকে থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা... ভবিষ্যৎ তো শুরুই করতে পারলাম না। তবে গান খুব ভালোবাসি। সারাজীবন গান নিয়েই থাকব। তবে চেষ্টা করব দেশের মানুষের জন্য আরও ভালো ভালো গান করার।