ব্যতিক্রম কেবল জুলিয়া রবাটর্স

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
হলিউডের বষীর্য়ান অভিনেত্রী জুলিয়া রবাটর্স। হলিউডের নামিদামি তারকারা যেখানে বিখ্যাত ডিজাইনারদের পোশাক না পরে জনসমক্ষে সচরাচর আসেন না, সেখানে ব্যতিক্রম কেবল অস্কারজয়ী মাকির্ন অভিনেত্রী জুলিয়া রবাটর্স। সাধারণ একটি দোকানের টি-শাটর্ পরে বড় মনের পরিচয় দিলেন তিনি। এর পেছনে বিশেষ কারণ তো অবশ্যই আছে। দোকানে পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে যুক্ত করা হয় গান, বিনোদন ও খাবার; সেগুলোকে বলা হয় পপ-আপ শপ। এ ধরনের দোকান থেকে প্রাপ্ত সমস্ত আয় দান করা হয় চ্যারিটিতে। যুক্তরাজ্যের লন্ডনে কারনাবি স্ট্রিটে আছে এমন একটি দোকান। এর নাম রাখা হয়েছে ‘টুজ লাভ’। সেখানে বিক্রি হচ্ছে পোশাক, খাবারসহ বিভিন্ন উপহারসামগ্রী। এসব থেকে প্রাপ্ত আয় চলে যাবে শরণাথীের্দর কাছে। বিশ্বব্যাপী শরণাথীের্দর সহায়তায় ‘চুজ লাভ’ টি-শাটর্ পরে লালগালিচায় পা মাড়িয়েছেন জুলিয়া রবাটর্স। এর ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি। ৫১ বছর বয়সী এই ‘প্রিটি ওম্যান’ তারকা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেখে দোকানটিতে ভিড় বেড়েছে। পপ-আপ শপ ‘চুজ লাভ’ চালাচ্ছে হেল্প রিফিউজি চ্যারিটি। এর প্রধান নিবার্হী জোসি নাফটন বলেন, ‘এই দোকানে এসে কম্বল কিংবা লাইফ জ্যাকেট কিনুন। চাইলে কোনও কিছু না কিনেই চলে যেতে পারেন। শুধু সত্যিকারের ভালোবাসার অনুভূতি নিয়ে যান।’ দোকানটি বসানোর জন্য জায়গা দেয়া হয়েছে বিনামূল্যে। এখানে কাজ করেন স্বেচ্ছাসেবীরা। জানুয়ারি পযর্ন্ত খোলা থাকবে দোকানটি। ইতোমধ্যে এতে জমা হয়েছে ৯ লাখ ৬৩ হাজার মাকির্ন ডলার।