‘বালাই ষাট’-এ সুবণার্ মুস্তাফা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
সুবণার্ মুস্তাফা
কথিত ‘বালাই ষাট’-এ পা দিলেন বিশিষ্ট অভিনেত্রী সুবণার্ মুস্তাফা। আজ তার ৫৯ তম জন্মবাষির্কী। তবে ‘বালাই’ নয়, ষাটে পা দেয়ায় অনেকটা উচ্ছ¡সিত তিনি। তাই তো তিনি এবারের এই জন্মদিনকে ‘বিশেষ’ বলেই উল্লেখ করলেন। তবে বিশেষ জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই জানিয়ে সুবণার্ মুস্তাফা বলেন, থাকছেন না কোন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানেও। সকাল থেকে বিকাল পযর্ন্ত রেডিও ভূমিতে থাকবেন তিনি। সেখানে একজন ধারা ভাষ্যকার হিসেবে বাংলাদেশ ও উইÐিজ’র টেস্ট ক্রিকেট খেলার আপডেট জানাবেন। এরপর বাকিটা সময় তিনি রাজধানীর উত্তরার নিজ বাসভবনেই সময় কাটাবেন নিজের মতো করে। গতবারের জন্মদিনটি এভাবেই নিজের মতো করতে চেয়েও পারেননি তিনি। তবে এবার আগে থেকেই সব শিডিউল বাতিল করেছেন জন্মদিন উপলক্ষে। সুবণার্ মুস্তাফা বলেন,‘ ছোটবেলার জন্মদিনের সময়টাকে মিস করি এটা সত্যি। কিন্তু ছোটবেলায় জন্মদিন উদ্যাপনের সুযোগ পেতাম না। কারণ পরীক্ষা থাকত জন্মদিনের সময়টাতে। এটা সত্যি যে আব্বা আম্মাকে খুউব মিস করি জন্মদিন এলে। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি।’ এদিকে শনিবার থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয়েছে সুবণার্ মুস্তাফার উপস্থাপনায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান ‘আনে মুক্তি আলো আনে’। আগামী বিজয় দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য চয়নিকা চৌধুরী নিমার্ণ করেছেন সুবণার্ মুস্তাফাকে নিয়ে বিশেষ নাটক ‘অপেক্ষা’। সুবণার্ মুস্তাফা সবের্শষ বদরুল আনাম সৌদ’র নিদের্শনায় ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করেছেন। এরপর আর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। আজাদ আবুল কালাম (পাভেল) রচিত ও আফসানা মিমি এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ডলস হাউজ’-এ অভিনয় করেছিলেন সুবণার্ মুস্তাফা। এই নাটকেই প্রথম সুবণার্ সৌদের নিদের্শনায় অভিনয় করেন। এরপর বদরুল আনাম সৌদের রচনায় ও নিদের্শনায় সুবণার্ মুস্তাফা অভিনয় করেন ধারাবাহিক নাটক ‘সীমান্ত’, ‘উপসংহার’, ‘গহীনে’, ‘গ্রন্থিক গণকহে’, ‘এলেবেলে’, ‘কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা’, ‘পিঞ্জর’, ‘ঘোড়ার চাল আড়াই ঘর’, ‘অন্তযার্ত্রা’। সৌদের নিদের্শনায় সুবণার্ মুস্তাফাকে দেখা গেছে খÐ নাটক ‘চিকিৎসক রশিদ করিম ও তার বিবাহবিষয়ক জটিলতা’, ‘খÐগল্প ১৯৭১’সহ আরও প্রায় ১৩/১৪টি নাটকে। সুবণার্ মুস্তাফা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞা’, ‘রাক্ষস’, ‘কমাÐার’, ‘অপহরণ’, ‘স্ত্রী, ‘দূরত্ব’ ইত্যাদি।