আনোয়ার হোসেনের রহস্যজনক মৃত্যু

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আন্তজাির্তক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আনোয়ার হোসেন আর নেই। রাজধানীর পান্থপথে হোটেল ওলিওর একটি কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। তিনি কিছুদিন আগেই ফ্রান্স থেকে দেশে এসেছেন। গতকাল শনিবার তাকে তার হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ বিষয়ে শেরেবাংলা থানার এএসআই তপনকুমার সরকার জানান, গত ২৮ নভেম্বর তিনি হোটেল ওলিওর ৮০৯ নম্বর কক্ষে উঠেন। শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মগের্ পাঠানো হয়েছে। আনোয়ার হোসেনের জন্ম ১৯৪৮ সালে, পুরান ঢাকায়। অসাধারণ চিত্রগ্রহণের জন্য তিনি পঁাচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আনোয়ার হোসেন। তার বাবা সিনেমা অফিসে চাকরি করতেন বলে প্রচুর ছবি দেখার সুযোগ পেতেন। সেখান থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহের কারণে স্থিরচিত্রের পাশাপাশি উল্লেখযোগ্য বেশ কিছু ছবির সিনেমাটোগ্রাফি করেছেন তিনি।