প্রথমবার ফাহমিদার সুরে সামিনা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
বাবা প্রথিতযশা সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবীর পথ ধরেই এগিয়ে চলেছেন সহোদর মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। সেই পথচলায় এবার নতুন করে তারা যুক্ত হলেন। এবারই প্রথম বড় বোন ফাহমিদা নবীর সুরে গাইলেন ছোট বোন সামিনা চৌধুরী। ‘ও আমার জন্মভূমি’ নামের এই বিশেষ গানটির কথা লিখেছেন রানা মাসুদ আর সংগীতায়োজন করেছেন বণর্ চক্রবতীর্। যার রেকডির্ং হয়েছে সম্প্রতি। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এটা আমার কাছে অনেক খুশির একটা খবর মনে হচ্ছে। আমার বোন, সামিনা চৌধুরী গাইলো আমার সুরে, প্রথমবারের মতো। তাও আবার দেশের গান! আমি খুবই আনন্দিত। কারণ, সামিনা আমারও প্রিয় শিল্পী।’ সামিনা চৌধুরী বলেন, ‘এ যেন এক বিচিত্র অভিজ্ঞতা। প্রথমবার বোনের সুরে গান গাওয়ার অনুভ‚তি বলে বোঝানো সম্ভব নয়। গানটির কথা, সুর-পুরোটাই অসাধারণ। আমার বাবাও গানের সুর করতেন, লিখতেন। ফাহমিদা সেই ধারাটা রাখলো। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’ ফাহমিদা নবী আগেও গাওয়ার পাশাপাশি টুকটাক সুর করতেন। তবে সেটা সংখ্যার বিচারে বেশ কম এবং বিচ্ছিন্ন ঘটনার মতোই ছিল। এবার তিনি পুরো একটি অ্যালবাম তৈরি করছেন নিজের সুরে। যেখানে স্থান পাচ্ছে সামিনা চৌধুরীর গাওয়াসহ মোট ১১টি গান। গাইছেন ১১ জন শিল্পী। সবগুলোই দেশাত্মবোধক গান। অ্যালবামের রেকডির্ং শেষ। মিক্সিং বাকি। অ্যালবামটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘দেশের গানে প্রাণ, মমতা এবং অহংবোধ থাকা খুবই দরকার। তাই সে রকম মমতামাখা ভালোবাসা দিয়ে সুর করতে হয়, যা খুব কঠিন কাজ। আমি চেষ্টা করেছি মাত্র। আশা করি প্রত্যেকটা গান আপনাদের ভালো লাগবে।’ জানা গেছে, দেশের গানের এই অ্যালবামটি প্রকাশ পাবে শিগগিরই।