টলিউউ তারকা জুটি দেব-রুক্মিণীর মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। অনেকটা স্বামী-স্ত্রীর মতোই ঘোরাফেরা করতে দেখা যায় তাদের। কিন্তু কবে তারা সত্যিকারের স্বামী-স্ত্রী হচ্ছেন- তা নিয়ে অনেক গুজব, গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কৌশল করে পোস্ট দেন এই যুগল- তা দেখে অনেকের মনে হতে পারে এবার হয়তো সত্যিই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা। সম্প্রতি তাদের বিয়ের আলোচনা জোরালো হয় ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রিতে। অভিনেতা দেব নিজেই নিজের বিয়ের দিন সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছিলেন। আসছে ২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের 'কিশমিশ'। সিনেমাটিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে দেব ও রুক্মিণীকে। সিনেমাটির প্রচারে ৯ এপ্রিল একটি শপিংমলে হাজির হয়েছিলেন তারা। স্বাভাবিকভাবেই তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। সেখানে দেব বলেন, '২৯ এপ্রিলেই রুক্মিণীকে বিয়ে করছি!' দেবের এমন ঘোষণায়, উচ্ছ্বসিত টলিউডের এই দুই তারকার ভক্তরা। তবে ধারণা করা হয়েছিল, বাস্তবে নয়, সম্ভবত 'কিশমিশ' সিনেমায় দেব-রুক্মিণীর বিয়ের একটি দৃশ্য রয়েছে। তারই ইঙ্গিত দিলেন অভিনেতা।
এবার ভারতীয় সংবাদমাধ্যমকে সেই কথাই জানালেন এই তারকা। দেব বললেন, 'বিয়ে হবে! টিনটিন আর রোহিণীর। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম সিনেমা 'কিশমিশ'-এ।' অর্থাৎ ২৯ এপ্রিল মনের মানুষ রুক্মিণীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন না দেব।