দেশি সিনেমাশূন্য সপ্তাহ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মধুমিতা সিনেমা হল ফাইল ছবি
দেশের সিনেমা সংকট প্রকট আকার ধারণ করেছে। যার প্রভাব পড়ছে সিনেমা মুক্তিতে। প্রতি শুক্রবারে প্রেক্ষাগৃহে দেশের নতুন চলচ্চিত্র মুক্তি পেলেও আজ মুক্তি পাচ্ছে না কোনো বাংলাদেশি সিনেমা। তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির কমর্কতার্ সৌমেন্দ্র রায় বাবু। তবে মুক্তি পাচ্ছে আমদানিকৃত সিনেমা ভারতীয় বাংলা সিনেমা ‘গালের্ফ্রন্ড’। পাশাপাশি কিছু প্রেক্ষাগৃহে চলবে আগে মুক্তি পাওয়া পুরনো ছবি। সেগুলোর মধ্যে রয়েছে ‘দহন’ এবং শাকিব খান অভিনীত কয়েকটি ছবি। সৌমেন্দ্র বলেন, ‘চলতি সপ্তাহে কোনো বাংলাদেশি সিনেমা মুক্তি পাচ্ছে না। কোনো সিনেমা মুক্তির জন্য আবেদন করা হয়নি। শুধু ভারতীয় বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে।’ এদিকে ‘গালের্ফ্রন্ড’ ছবির আমদানিকারক তিতাস কথাচিত্রের কণর্ধার আবুল কালাম আজাদ জানিয়েছেন, সবমিলিয়ে ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এ সপ্তাহে দেশীয় কোনো সিনেমা মুক্তি না পেলেও পরের সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। সুতরাং দেশের নতুন ছবি দেখার জন্য সিনেমাপ্রেমীদের এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।