৮ বছর পর মিম

প্রকাশ | ১৬ মে ২০২২, ০০:০০

বিনোদন রিপোর্ট
টিভি নাটকে এক সময় তুমুল ব্যস্ত সময় পার করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। ছোটপর্দার পাশাপাশি মাঝেমধ্যে বড় পর্দাতেও দেখা গেছে এই দুই অভিনয়শিল্পীকে। কিন্তু চলচ্চিত্রে ব্যস্ত হওয়ার কারণে বিদ্যা সিনহা মিম নাটক থেকে দূরে সরে ছিলেন বেশ কয়েক বছর। লম্বা বিরতির পর এবার ঈদেও নাটকে দেখা গেছে এই লাক্সকন্যাকে। অন্যদিকে মোশাররফ করিম এখন দুই বাংলার ওয়েব ও চলচ্চিত্রে ব্যস্ত হওয়ার সুবাদে নাটক করছেন তুলনামূলক অনেক কম। এর আগে মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করেছেন 'প্রেম পাগল', 'মাইনাসে পস্নাসে মাইনাস', 'হারানো সুর', 'কোনো এক প্রেমিক'সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটকে। মাঝখানে কেটে গেছে প্রায় ৮ বছর। এতদিন পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। সঞ্জয় সমাদ্দারের রচনা ও পরিচালনায় 'মনের মানুষ' শিরোনামে নাটকের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটছে তাদের। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা মিলকে মোশাররম-মিমের। নাটকটির গল্পে দেখা যাবে মিম শহরে পড়াশোনা করা মেয়ে। তার স্বামী মোশাররফ করিম থাকেন বিদেশে। স্বামী দেশে ফেরার পর বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাদের জীবনে। সেসব ঘটনা সামলে কিভাবে তারা একে অপরের মনের মানুষ হয়ে ওঠেন, গল্পটি তা নিয়েই। নাটকটি নিয়ে পরিচালক সঞ্জয় সমাদ্দারের বলেন, 'আমার কাছে এই দুটি চরিত্রের জন্য দুজনকে পারফেক্ট মনে হয়েছে। তাই তাদের নিয়ে কাজটি করলাম।' নাটকের গল্প ও প্রায় আট বছর পর মোশাররফ করিমের বিপরীতে কাজ করা প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, 'গল্পটা রোমান্টিক থ্রিলার। মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা বরাবরই উপভোগ করি। বাইরে থেকে তাকে যতটা গুরুগম্ভীর মনে হয়, সেটে তিনি উল্টো, ভীষণ মজার মানুষ। আমাকেও ভীষণ পছন্দ করেন। সঞ্জয় সমদ্দার দাদা গুণী পরিচালক। তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আশা করি ভালোই হবে।' মোশাররফ করিম বলেন, 'নাটকের গল্পটা আলাদা। মিমের সঙ্গেও অনেকদিন পর কাজ করলাম। আট বছর তো হবেই। সব মিলিয়ে ভালোই লেগেছে।' পরিচালক সূত্রে জানা গেছে, 'মনের মানুষ' নাটকটি প্রচার হবে আসছে ঈদুল আজহায়।