সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৭ মে ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
কানে গেলেন অনন্ত-বর্ষা বিনোদন রিপোর্ট মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে অংশ নিতে ফ্রান্সে পৌঁছেছেন চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন তারা। যাওয়ার আগে অনন্ত জলিলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে এই অভিনেতা বলেন, 'আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা 'দিন- দ্য ডে' ও 'নেত্রী -দ্য লিডার' সিনেমার ট্রেইলার প্রদর্শন করব। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব। আমাদের 'দিন -দ্য ডে' সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন। সিনেমাটির জন্য আমরা বিভিন্ন জেলায় যাব।' একই ভিডিওতে বর্ষা বলেন, 'আমরা দু'জনই যাচ্ছি। 'দিন- দ্য ডে' নিয়ে আমাদের অনেক আশা। অনেক কিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন।' আহত তানজিন তিশা ম বিনোদন রিপোর্ট শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ছোট পর্দার এই সময়ের আলোচিত ও ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। ডান হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি। জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়ায় এই ঘটনা ঘটে। সেখানে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। প্রসঙ্গে তিশা বলেন, 'আমি একটি মুঠোফোনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছি অনেকদিন ধরেই। রোববার বিকাল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্তু সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না।' এরপর প্রাথমিক চিকিৎসা ও হাতে ব্যান্ডেজ করে রাতেই বাসায় ফেরেন দ্রম্নত। বর্তমানে বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী। বিজ্ঞাপনচিত্রটিতে তানজিন তিশার বিপরীতে আছেন ক্রিকেট তারকা তাসকিন আহমেদ। এটি নির্মাণ করছেন আগা নাহিয়ান। আলোচনায় শিশুশিল্পী মিশকাত বিনোদন রিপোর্ট শিশুশিল্পী মিশকাত মাহামুদ মেহরিনা। বয়স মাত্র পাঁচ বছর। হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি মাধ্যমের নার্সারিতে পড়াশোনার পাশাপাশি অভিনয় করে খুব অল্প সময়েই নির্মাতাদের নজর কাড়ে। গত বছর মাহমুদ মাহিনের পরিচালনায় 'হঠাৎ এলো বৃষ্টি' নাটকের মাধ্যমে প্রথটিভি নাটকে কাজ করে আলোচনায় আসে এই শিশুশিল্পী। এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। মাবরুর রশিদ বান্নাহর 'নিকোশিত' নাটকে বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান খানের মেয়ের চরিত্রে অভিনয় করে আরও একধাপ এগিয়ে যায় সে। পরবর্তীতে শিহাব শাহীনের 'যোদ্ধা', 'নিঃশব্দের আলো', মাহমুদ মাহিনের 'লাস্ট লাভ' ও 'হাঙ্গর' নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করে মিশকাত মাহামুদ। শুধু টিভি নাটক না গ্রামীণফোন, ফ্রেশ, ইয়ামাহা মোটরবাইক, প্রাণ, বিএসআরএম স্টিল, সানমার, রূপায়ন সিটি, আরজে লাইফস্টাইলসহ বেশকিছু টিভিসিতে মডেল হিসেবে কাজ করেছেন মেধাবী এই ক্ষুদে তারকা। এবারের ঈদে 'লাস্ট লাভ' ও 'হাঙ্গর' নাটক প্রকাশের পর আরও বেশকিছু কাজের প্রস্তাব আসে তার পরিবারের কাছে। শুধু তাই নয়, ওটিটি পস্ন্যাটফর্মেও কাজ করছে সে। সম্প্রতি তানিম রহমান অংশুর ওয়েব সিরিজ 'তীরন্দাজে'ও অভিনয় করেছেন মিশকাত মাহামুদ। ক্ষুদে এই তারকা জানায়, নাটক কিংবা সিনেমা যাই হোক একজন শিশু শিল্পী হিসেবে ভালো কিছু কাজ করতে চাই আমি। আমার অভিনয় করতে ভালো লাগে। কাজটাকে আমি খুব ইনজয় করি। মিশকাতের সব কাজে সহযোগিতা করছে তার বাবা-মা, মাহামুদ ও রিয়া মাহমুদ। তারাও তাদের মেয়েকে নিয়ে খুব উৎসাহিত।